For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুদান সঙ্কট: 'নীল নদ থেকে তোলা হয়েছে ৪০টি মরদেহ'

সুদানের বিরোধীদলীয় কর্মীরা বলছেন, সরকারি বাহিনী ১০০ ব্যক্তিকে খুন করেছে। এদের মধ্যে ৪০ জনের দেহ নদীতে ফেলে দেয়া হয়েছে।

  • By Bbc Bengali

খার্তুম শহরের বাসিন্দা ভয়ে সড়কে নামছেন না।
Reuters
খার্তুম শহরের বাসিন্দা ভয়ে সড়কে নামছেন না।

সুদানের বিরোধী দল-সংশ্লিষ্ট ডাক্তাররা বলছেন, নিরাপত্তা বাহিনী যেভাবে গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমন করছে তাতে গত ক'দিনে ১০০ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

সোমবার বিক্ষোভকারীদের একটি শিবির তুলে দেয়ার চেষ্টায় নিরস্ত্র লোকদের ওপর গুলিবর্ষণ করে অন্তর্বর্তীকালীন সামরিক সরকারের বাহিনী।

এর পর রাস্তাগুলোতে একটি আধাসামরিক বাহিনীর সদস্যরা রাস্তায় টহল দিচ্ছে এবং লোকজনকে মারধর করছে এবং গুলি চালাচ্ছে। অন্যদিকে বিক্ষোভকারীরা আরো সমাবেশের ডাক দিয়েছে।

বিরোধীদলীয় কর্মীরা বলছেন, তারা রাজধানী খার্তুমের পাশে নীল নদ থেকে ৪০ জনের মৃতদেহ উদ্ধার করেছে।

সুদানের ক্ষমতাসীন ট্র্যানজিশনাল মিলিটারি কাউন্সিল বলছে, অভিযোগগুলো তারা তদন্ত করে দেখবে।

নিরাপত্তা বাহিনী শক্তহাতে গণতন্ত্রপন্থী আন্দোলন দমন করছে।
AFP
নিরাপত্তা বাহিনী শক্তহাতে গণতন্ত্রপন্থী আন্দোলন দমন করছে।

আরও পড়তে পারেন:

ভারতে নাম নিয়ে হালিমের বাটিতে বিতর্কের তুফান

চাঁদ রাতে বাংলাদেশের রান্নাঘরে নারীদের নিশুতি লড়াই

খার্তুমের বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন, আরএসএফ নামে পরিচিত কুখ্যাত আধাসামরিক বাহিনী, যার আগের নাম ছিল জানজাউইদ মিলিশিয়া, তার সদস্যরা শহরের সড়কগুলোর দখল নিয়েছে। এজন্য তারা প্রাণভয়ে আছেন।

ব্রিটেনের চ্যানেল ফোর টেলিভিশনে কাজ করেন সুদানি সাংবাদিক ইউসরা এলবাগির।

সাবেক একজন সুদানি নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে তিনি খবর দিয়েছেন, নীল নদ থেকে যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের হয় পেটানো হয়েছে, নয়তো গুলি করে জলে ফেলে দেয়া হয়েছে। অন্যদের কুপিয়ে হত্যা করা হয়েছে।

"এটা একটা পাইকারি খুন," নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র বলছেন।

এ নিয়ে সুদানি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ মিত্র দেশ সৌদি আরবের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করেছে।

এর পর সৌদি সরকার বুধবার "নানাবিধ রাজনৈতিক শক্তি"র সাথে আলোচনা আবার শুরু করার জন্য সুদানের প্রতি আহ্বান জানায়।

English summary
Sudan crisis: 40 bodies taken from Nile River
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X