For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জায়ান্ট স্নো বল' ছেয়ে গিয়েছে সাইবেরিয়ার সমুদ্র সৈকতে

সাইবেরিয়ার স্থানীয় গ্রাম নাইডা যা মেরু প্রদেশের অদূরে য়ামাল উপদ্বীপে অবস্থিত, সেখানে এমন ঘটনা আগে কখনও ঘটেনি বলেই স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার উল্লেখ করেছে বিবিসি-ও।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

প্রাকৃতিক উপায়ে তৈরি বিশালাকৃতি স্নো বলে ছেয়ে গিয়েছে সাইবেরিয়ার উত্তর-পশ্চিমের সমুদ্রসৈকত। প্রায় ১৮ কিলোমিটার এলাকাজুড়ে ইয়া বড় বড় বরফের বল রাস্তায় পড়ে রয়েছে। [আমাজন নদীর নীচে আর এক নদী রয়েছে! প্রস্থে তা আমাজনের চেয়ে দ্বিগুণ বড়]

জানা গিয়েছে, গোলাকৃতি বলের মতো দেখতে এই বরফের গোলাগুলি আকৃতিতে ছোট টেনিস বল থেকে শুরু করে ১ মিটার ব্যাসের গোলাকার বলের মতো। সাধারণত এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে ছোট বরফের বল গড়াতে গড়াতে আরও বরফ জমিয়ে বিশালাকার বরফের গোলা তৈরি করে। [বাচ্চাকে নিরামিষ খাওয়ালে জেল হবে এই দেশের বাবা-মায়েদের]

'জায়ান্ট স্নো বল' ছেয়ে গিয়েছে সাইবেরিয়ার সমুদ্র সৈকতে

সাইবেরিয়ার স্থানীয় গ্রাম নাইডা যা মেরু প্রদেশের অদূরে য়ামাল উপদ্বীপে অবস্থিত, সেখানে এমন ঘটনা আগে কখনও ঘটেনি বলেই স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার উল্লেখ করেছে বিবিসি-ও। [বিশ্বের ক্ষুদ্রতম 'মুরগীর ডিম' মিলল ইংল্যান্ডে]

এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে আটলান্টিক রিসার্চ ইনস্টিটিউট-এর প্রেস সচিব সের্গেউ লিসেনকোভ জানিয়েছেন, প্রথমে প্রাকৃতিকভাবে এই গোলা তৈরি হয়। এরপরে যা হয় তা হাওয়ার কারসাজি। পরিবেশ, তাপমাত্রা ও সমুদ্র তটে হাওয়ার অবস্থান এই ধরনের বরফের গোলা তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। [১ বছরের শিশুর ২৫ বছরের যুবকের মতো যৌনাঙ্গ]

প্রসঙ্গত এর আগে ফিনল্য়ান্ডে ২০১৪ সালে ও মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান হ্রদে ২০১৫ সালে এমন ঘটনা প্রত্যক্ষ করা গিয়েছে।

English summary
Strange Giant Snowballs Appear On Beach In Siberia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X