For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০ হাজার উদ্বাস্তু নিয়োগ করব, ট্রাম্পকে পাল্টা হুমকি স্টারবাকস-এর

আগামী ৫বছরে আরও ১০ হাজার উদ্বাস্তুকে তারা স্টারবাকস -এ নিয়োগ করবে। জানাল সংস্থা।

  • |
Google Oneindia Bengali News

ওয়াশিংটন, ৩০ জানুায়ারি : সিরিয়া, ইরাক ,ইরান, লিবিয়া, সুদান সহ বিশ্বের ৭টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের মার্কিন ‌যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি নিয়ে বিতর্ক ক্রমেই গ্রাস করছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। 'উদ্বাস্তু' ও 'মার্কিন জাতীয় নিরাপত্তা' সংক্রান্ত বিষয় নিয়ে মূলত দানা বাঁধছে বিতর্ক। এবার সেই বিতর্ক উস্কে দিল, মার্কিন কফি পানীয় বিক্রয়কারী সংস্থা স্টারবাকস্।

সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ৫বছরে আরও ১০ হাজার উদ্বাস্তুকে তারা স্টারবাকস -এ নিয়োগ করবে। সংস্থার প্রধান হাওয়ার্ড স্কালৎজ জানিয়েছেন, সারা বিশ্বে স্টারবাকস -এর যত সংস্থা রয়েছে, তাতে নিয়োগ করা হবে উদ্বাস্তুদের। আর উদ্বাস্তু নিয়োগের সেই উদ্যোগ নেওয়া শুরু হবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে।

১০ হাজার উদ্বাস্তু নিয়োগ করব, ট্রাম্পকে পাল্টা হুমকি স্টারবাকস-এর

এক্ষেত্রে বিশ্বের যেসমস্ত দেশের উদ্বাস্তুরা মার্কিন সেনাকে সাহায্য করেছে , সেনার অনুবাদক হিসাবে কাজ করেছে তাঁদের কথা মাথায় রেখেই এই নিয়োগ পর্ব চালু হবে বলে, সংস্থার কর্মীদের জানান হওয়ার্ড স্কালৎজ ।

প্রসঙ্গত মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের সময়ে নির্বাচনী পদপ্রার্থী হিলারি ক্লিন্টনের সমর্থনে ছিলেন স্টারবাকস্ -এর প্রধান হওয়ার্ড স্কালৎজ । এদিন, সংস্থার কর্মীদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে তিনি জানান,মেক্সিকো-তে যাঁরা কফি উৎপাদন করেন, তাঁদের সবরকমের সাহায্য করবে স্টারবাকস।

যদি ওবামা প্রশাসনের পুরোনো স্বাস্থ্যবিধি আবার ফিরে আসে , তাহলে কফি উৎপাদকদের স্বাস্থ্য বিমার বিষয়টিতেএ নজর দেবে সংস্থা। প্রসঙ্গত মার্কিন 'অভিবাসন' নীতি ও মার্কিন-মেক্সিকো সীমান্তে দেওয়াল তৈরির ঘটনাকেও উস্কে দেন 'স্টারবাকস' প্রধান। এছাড়াও ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে একহাত নিয়ে তিনি বলেন, যে মানবাধিকার ও নাগরিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রে ছিল তা এখন ক্ষুন্ন।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প জমানা শুরু হওয়ার পর ,সেখানে বিদেশী প্রবেশাধিকার সংক্রান্ত নিষেধাজ্ঞা যে ভালোই ধাক্কা খাচ্ছে তা বলা বাহুল্য। এর প্রভাব সেদেশের রাজনৈতিক ভাবমূর্তির পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রেও পড়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

English summary
Starbucks says it will hire 10,000 refugees over the next five years, a response to President Donald Trump's indefinite suspension of Syrian refugees and temporary travel bans that apply to six other Muslim-majority nations.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X