For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদেশ ভ্রমণের অনুমতি পেলেন শফিক রেহমান

বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ আটকে দেবার কয়েক ঘণ্টা পরেই, ফের বিদেশ ভ্রমণের অনুমতি পেলেন সাংবাদিক শফিক রেহমান।

  • By Bbc Bengali

শফিক রেহমান
ফোকাস বাংলা
শফিক রেহমান

বিমানবন্দরে আটকে দেবার কয়েক ঘণ্টা পরে, সাংবাদিক শফিক রেহমানকে ফের বিদেশ ভ্রমণের অনুমতি দিল ইমিগ্রেশন পুলিশ।

মি. রেহমান দুপুরে বিবিসি বাংলাকে জানিয়েছেন, দুপুর একটার দিকে তাকে ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, তার বিদেশ ভ্রমণে কোন বাধা নেই।

টার্কিশ এয়ারলাইন্সের আগামীকাল সকালের ফ্লাইটে মি. রেহমান যেতে চান বলে জানিয়েছেন।

"আগামীকাল একই সময়ে আমি বিমানবন্দরে যাব, দেখি, যেতে পারি কিনা!"

মি. রেহমান বলছেন, তিনি তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীর পাশে থাকার জন্য লন্ডনে যেতে চান।

"আমি কোন কনফারেন্স বা মিটিং এ যাচ্ছি না, আমার স্ত্রীর একটি বড় অপারেশন হবার কথা ২৭শে ফেব্রুয়ারি, এখন তার পাশে থাকা দরকার আমার। এটা একটা মানবিক কারণ।"

মি. রেহমান জানিয়েছেন, তার বিদেশে যেতে কর্তৃপক্ষের কোন বাধা নেই।

এছাড়া গ্রেপ্তারের পর আটক করা তার পাসপোর্টটিও কর্তৃপক্ষ তিনদিন আগে ফেরত দিয়েছে।

প্রয়োজনীয় সমস্ত অনুমতিও তার রয়েছে বলে জানিয়েছেন মি. রেহমান।

এর আগে সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ।

সকাল ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে তার লন্ডনে যাবার কথা ছিল।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদকে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলায় গত বছরের ১৬ই এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন মি. রেহমান।

সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি।

English summary
Shafiq rehman gets permission to visit foreign country. Before this, M. Rehman told the BBC Bangla choose Assistant Tariqul Islam, cancer sick wife. Rehman went to the airport to go to London.But imagresana airport police, Mr. There is no information about their travel Rehman, told him to stop.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X