For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে পাঞ্জাব বিধানসভার বাইরে আত্মঘাতী হামলা, দুই পুলিশ আধিকারিক সহ মৃত কমপক্ষে ১৬

পাকিস্তানে একটি বিক্ষোভ সমাবেশে আত্মঘাতী হামলায় দুই পুলিশ উচ্চপদস্থ আধিকারিক সহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। জামাত-উর-আহরার নামে তেহরিক-ই-তালিবানের একটি শাখা এই হামলার দায় স্বীকার করেছে।

  • |
Google Oneindia Bengali News

লাহোর, ১৩ ফেব্রুয়ারি : পাকিস্তানে একটি বিক্ষোভ সমাবেশে আত্মঘাতী হামলায় দুই পুলিশ উচ্চপদস্থ আধিকারিক সহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এদিন সোমবার বিকেলে লাহোরের পাঞ্জাব বিধানসভা বিল্ডিংয়ে সামনে এই বিস্ফোরণ ঘটে।

পুলিশ জানিয়েছে, লাহোর ট্রাফিক পুলিশের প্রধান ক্যাপ্টেন মবীন অহমেদ ও লাহোর পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট জাহিদ গোন্ডাল এই বিস্ফোরণে নিহত হয়েছেন। এবং পুলিশের উপরেই মূলত এই হামলা হয়েছে বলে জানা গিয়েছে।

পাকিস্তানে পাঞ্জাব বিধানসভার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৬

লাহোর পুলিশের প্রধান আমিন ওয়েইনস বলেছেন, ডেপুটি ইনস্পেক্টর জেনারেল ও লাহোর ট্রাফিক পুলিশ প্রধান এই বিস্ফোরণে মারা গিয়েছেন। বাকী আর কতজন মারা গিয়েছেন তা পুরো তল্লাশির পরে জানা যাবে। যদিও সূত্রের খবর পুলিশ সহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।

এটা যে আত্মঘাতী বিস্ফোরণ তা স্পষ্ট করে বলেছে পুলিশ। এছাড়া যে বিক্ষোভ মিছিলের উপরে আত্মঘাতী হামলা হয়েছে তারা নয় পুলিশকে আক্রমণ করাই আসল উদ্দেশ্য বলে জানানো হয়েছে। বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে।

জামাত-উর-আহরার নামে তেহরিক-ই-তালিবানের একটি শাখা এই হামলার দায় স্বীকার করেছে। গতবছরে লাহোরে পাবলিক পার্কের বিস্ফোরণের ঘটনাতেও এই জামাতই দায় স্বীকার করেছে।

English summary
At least sixteen people, including two top cops, were killed and several others injured in an explosion on Monday when a suicide bomber blew himself up during a protest rally outside the Punjab Assembly building in eastern Pakistan, police officials said.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X