For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পদত্যাগ করলেন হোয়াইট হাউজ মুখপাত্র শন স্পাইসার

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি শন স্পাইসার পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একজন নতুন কমিউনিকেশন ডিরেক্টর নিয়োগ দেয়ার পরই মিস্টার স্পাইসারের এই পদত্যাগ।

  • By Bbc Bengali

শন স্পাইসার
BBC
শন স্পাইসার

হোয়াইট হাউজের মুখপাত্র, প্রেস সেক্রেটারি শন স্পাইসার পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একজন নতুন কমিউনিকেশন ডিরেক্টর নিয়োগ দেয়ার পরই মিস্টার স্পাইসার পদত্যাগ করেন, এবং বলা হচ্ছে ব্যবসায়ী অ্যান্থনি স্কারামুচিকে এই পদে নিয়োগ দেয়া নাখোশ হয়ে পদত্যাগ করেন তিনি।

গত জানুয়ারি মাসে দায়িত্ব নেবার পর নানা কারণেই আলোচনায় ছিলেন মি. স্পাইসার বিশেষ করে, সংবাদ সম্মেলনগুলোতে সাংবাদিকদের উদ্দেশ্যে তার বাক্যবাণ ও কটাক্ষ নিয়ে সবসময়ই সমালোচনা হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পকে আইনি সহায়তা দেয় এমন একটি দলের মুখপাত্র।

মি. স্পাইসারের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে তার এতদিনের কাজের জন্য ধন্যবাদ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেয়ার পর থেকেই এক পর এক পরীক্ষার মুখে পড়ছেন ডোনাল্ড ট্রাম্প। শুরুতেই তার প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি নিরাপত্তা উপদেষ্টা পদত্যাগ করেন।

আর মি. স্পাইসারের পদত্যাগের ঘটনা এমন সময় ঘটলো, যখন রাশিয়ার সাথে সম্ভাব্য সম্পর্ক নিয়ে তদন্তের মুখে ডোনাল্ড ট্রাম্প স্বয়ং। তার ছেলের বিরুদ্ধেও তদন্ত হচ্ছে। আর জি-২০ বৈঠকের রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি বৈঠকের বিষয়েও ব্যাপক আলোচনা চলছে।

English summary
Sean Spicer quits: White House press secretary plays down 'row'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X