For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এইচআইভি-এইডস সারাবে এমন ওষুধ তৈরি করলেন বিজ্ঞানীরা

বিজ্ঞানীরা এমন ওষুধ তৈরি করেছেন যা এইচআইভি-এইডসের মতো রোগকে সারিয়ে তুলতে পারবে। ইজরায়েলের গবেষকরা একটি প্রোটিনকে চিহ্নিত করেছেন যা এইচআইভি ভাইরাসে আক্রান্ত রোগীকে ৯৭ শতাংশ পর্যন্ত সারিয়ে তুলতে পারবে।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বিজ্ঞানীরা এমন ওষুধ তৈরি করেছেন যা এইচআইভি-এইডসের মতো রোগকে সারিয়ে তুলতে পারবে। ইজরায়েলের গবেষকরা একটি প্রোটিনকে চিহ্নিত করেছেন যা এইচআইভি ভাইরাসে আক্রান্ত রোগীকে ৯৭ শতাংশ পর্যন্ত সারিয়ে তুলতে পারবে মাত্র ৮ দিনে। [ক্যানসার আটকাতে নতুন প্রোটিনের উদ্ভাবন করলেন বিজ্ঞানীরা]

ইজরায়েলের একটি সংবাদপত্রে এমন খবরের কথাই ফলাও করে প্রকাশ করা হয়েছে। প্রতিবছর এই মারণ রোগের কারণে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারান। এই গবেষণা সত্যিই ফলপ্রসূ হলে তা যুগান্তকারী বলেই ধরে নেওয়া হবে। [দেড় কোটি বছর আগে আদিম মানুষের শরীরে ছড়িয়েছিল এইডসের বিষ!]

এইচআইভি-এইডস সারাবে এমন ওষুধ তৈরি করলেন বিজ্ঞানীরা

এইচআইভি ভাইরাস রক্তের শ্বেতকণিকাকে আক্রমণ করে। যেটি শরীরকে নানা ধরনের রোগ বা ফ্লুয়ের হাত থেকে বাঁচাতে সাহায্য করে। এইচআইভি ভাইরাস শ্বেতকণিকার মধ্যে ঢুকে একাধিক রেপ্লিকা তৈরি করে ছড়িয়ে যেতে থাকে। দেখতে দেখতে সারা শরীরে তা ছড়িয়ে পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতাকে একেবারে তলানিতে নিয়ে আসে। [সমকামী যৌনতা উপভোগ করে মেয়ে গোরিলারাও!]

একজন এইচআইভি আক্রান্ত রোগীর দেহে CD4 কোশ প্রতি কিউবিক মিলিমিটারে ২০০-র কম হলে তাকে এইডস আক্রান্ত বলে ধরে নেওয়া হয়। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা একটি টিউবে দশজন এইডস আক্রান্তের রক্ত ভরে তাতে নতুন ওষুধটি দিয়ে পরীক্ষা করেছেন। [হিংসা, রাগ বাড়ার পিছনে রয়েছে পরিবেশের কারসাজি, জানাল গবেষণা]

নতুন তৈরি ওষুধে 'গামোরা' (Gammora) নামে একটি উপাদান রয়েছে যা আক্রান্ত শ্বেত কণিকার সংস্পর্শে এসে সেটিকে ছড়ানোর হাত থেকে আটকে রাখে। ফলে মনে করা হচ্ছে এই ওষুধটি আগামিদিনে একশো শতাংশে হারে এইচআইভি এইডস রোগ নির্মূল করতে সাহায্য করবে।

English summary
Scientists develop drug that 'could cure HIV and Aids'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X