For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌদি নারীদের নীরব প্রতিবাদ, অনলাইন ক্যাম্পেইন

এক ভিডিওতে দেখা যাচ্ছে নারীরা নীরবে হাঁটছেন কিংবা সাইকেল চালাচ্ছেন। আবার নিজেরাই সেগুলোর ছবি তুলে বা ভিডিও করে অনলাইনে দিয়েছেন। বলছেন দেশটিতে প্রতিবাদ কর্মসূচি পালন নিষিদ্ধ থাকায় এমন নীরব প্রতিবাদ।

  • By Bbc Bengali

সৌদি আরব, নারী
BBC
সৌদি আরব, নারী

প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ, তাই প্রতিবাদ স্বরূপ নীরবে হেটে কিংবা সাইকেল চালিয়ে প্রতিবাদ করলেন একদল সৌদি নারী।

অনলাইন ক্যাম্পেইনের অংশ হিসেবে নিজেরাই সেগুলোর ভিডিও করে বা ছবি তুলে ইন্টারনেটে দিয়েছেন কিংবা টুইট করেছেন।

আর এটি তারা করেছেন গাড়ী চালনার অধিকার পাওয়ার জন্য, কারণ সৌদি আরব একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ী চালানোর অধিকার নেই।

আর অভিনব এ কর্মসূচি আলোচনার জন্ম দিয়েছে নারী পুরুষ উভয়ের মধ্যেই।

কেউ কেউ আবার ব্যঙ্গাত্মক সমালোচনাও করেছেন এ ধরনের প্রতিবাদের।

সৌদি আরব, নারী
BBC
সৌদি আরব, নারী

কেউ কেউ, বিশেষ করে পুরুষরা, প্রতিবাদকারীদের ব্যক্তিগত সমালোচনা করেছেন।

আবার অনেক পুরুষ নারীদের গাড়ী চালনার অধিকার দেয়ার পক্ষেও মত প্রকাশ করেছেন।

এক ভিডিওতে দেখা যায় নীরবে সড়কে হাঁটছেন আর নিজেদের ছবি তুলছেন বা ভিডিও করছেন।

মিস সাফা নামে এক নারী টুইট করেছেন, "প্রতিদিনের প্রতিবাদ। সৌদি নারীরা হাঁটছেন সর্বত্র কারণ গাড়ী চালানো কিংবা শান্তিপূর্ণ প্রতিবাদ নিষিদ্ধ"।

আরেকজন লিখেছেন, "আমি খালি পায়ে রাস্তা পার হলে তাদের কোন সমস্যা হয়না। তাদের চিন্তার বিষয় হলো আমি যেনো গাড়ী না চালাই এবং নিজে যেন নিজের অভিভাবক না হই"।

সৌদি আরব, নারী
BBC
সৌদি আরব, নারী

আর একজন বিশ্ববিদ্যালয় ছাত্রী তার পুরুষ চালকের জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছেন সেটি তুলে ধরেছেন।

ভিডিওতে দেখা যায় আরেক নীরবে সাইকেল চালাচ্ছেন এই অনলাইন প্রতিবাদের অংশ হিসেবে।

এর সমালোচনাও করছেন অনেকে অনলাইনেই।

বাসায়ের নামে একজন লিখেছেন , " কতটা হাস্যকর। তিনি রাস্তায় কারণ তিনি গাড়ী চালাতে পারছেননা। তার কি গাড়ী চালক নেই? তার কি পরিবার নেই"?

সৌদি আরব, নারী
BBC
সৌদি আরব, নারী

English summary
Saudi campaigners protest over the right to drive
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X