For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের রাস্তা, বিমানবন্দর, রেল স্টেশনের নিরাপত্তায় মোতায়েন 'রোবট পুলিশ'

চিনের বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছে 'রোবট পুলিশ'। ১.৬ মিটার উচ্চতার এই রোবট পুলিশ অফিসার যেখানেই বিপদ দেখবে সেখানেই হাজির হয়ে যাবে।

  • |
Google Oneindia Bengali News

বেজিং, ২১ ফেব্রুয়ারি : চিনের বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছে 'রোবট পুলিশ'। ১.৬ মিটার উচ্চতার এই রোবট পুলিশ অফিসার যেখানেই বিপদ দেখবে সেখানেই হাজির হয়ে যাবে। তবে শুধু বিমানবন্দরেই নয়, চিনের রাস্তাতেও এই রোবট পুলিশের নজরদারি জারি রয়েছে বলে জানা গিয়েছে।[তাপমাত্রার পরিবর্তন বুঝবে ' কৃত্রিম ত্বক']

সংবাদপত্র ইকোনমিক ডেইলিতে বলা হয়েছে, এই অত্যাধুনিক রোবটের ক্ষমতা রয়েছে সামনে থাকা অপরাধী ও সন্দেহজনক ব্যক্তিদের মুখ দেখে খুঁজে বের করার। অর্থাৎ এই রোবটের সামনে পড়লেই অপরাধীকে বিনা বাধায় সে চিনে ফেলবে।[ইনি কিন্তু মানুষ নন, রোবট]

চিনের রাস্তা, বিমানবন্দর, রেল স্টেশনের নিরাপত্তায় মোতায়েন 'রোবট পুলিশ'

তবে অপরাধের তত্ত্বতালাশের পাশাপাশি এই রোবট অফিসার বাতাসের মান, তাপমাত্রা মাপতে পারে। এমনকী আশপাশে কোথাও আগুন লাগার সম্ভাবনা থাকলে সেটাও আগেভাগে জানাতে পারে।[২ হাজার কর্মী ছাঁটাই করে রোবট নিয়োগ করছে এই সংস্থা!]

ভিতরে লাগানো কয়েকটি সিস্টেম ক্যামেরার মাধ্যমে নিজে নিজেই ঘুরে বেড়াতে পারে এই রোবট পুলিশ। হেনান প্রদেশের ঝেংঝৌ পূর্ব রেলওয়ে স্টেশনে এমন রোবট ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। এছাড়া শেনঝেন আন্তর্জাতিক বিমানবন্দরেও রয়েছে রোবট পুলিশ।[ট্রাফিক জ্যাম থেকে বাঁচতে চিনের রাস্তায় নামছে ব্রিজের মতো উঁচু বাস]

জানা গিয়েছে, কাজে নেমে প্রথম দিনেই এক জায়গায় আগুন লাগার বিষয়ে আগাম জানিয়ে দিয়েছে এই রোবট। যার ফলে বড় দুর্ঘটনার হাত থেকে পার পাওয়া গিয়েছে। আগামিদিনে এই কাজটাই আরও বেশি করে এই রোবট পুলিশ দিয়ে করা সম্ভব হবে বলে মনে করছে চিনা প্রশাসন।

English summary
It's no RoboCop, but it'll come when it senses trouble. China's new robot police officers have started patrolling streets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X