For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) দেহব্যবসার বিপুল চাহিদা মেটাতে যৌনপল্লি চলবে 'সেক্স রোবটেই'!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

যৌনপল্লি গেলে সুডল চেহারার স্বল্পবসনা সুন্দরী 'রোবটই'-যৌনবাসনা তৃপ্ত করবে খদ্দেরের। শুনতে অবাক লাগলেও খুব তাড়াতাড়ি এই দৃশ্যই বাস্তব হতে চলেছে যৌনশিল্পে। তবে ভারতে নয় ব্রিটেনে।

ব্রিটেনে যৌনশিল্পের চাহিদা বাড়ছে হুড়মুড়িয়ে। তাল মিলিয়েছে প্রযুক্তিও। আর এই প্রযুক্তির জোরেই ব্রিটেনের যৌনশিল্প ঘটতে চলেছে নবজাগরণ। যৌনপল্লিতে সেক্স রোবটের ব্যবহার বিপুল চাহিদা মেটানোর পাশাপাশি যৌনকর্মী, খদ্দের এমনকী দালালদের ক্ষেত্রে যৌনবাহিত রোগ বা STD (সেক্স ট্রান্সমিটেড ডিসিস)-র ঝুঁকি অনেকটাই কমিয়ে দেবে। [(ছবি) ভারতের এই ৭ যৌনপল্লির বিষয়ে আপনি কি জানেন?]

'হিউম্যান প্রস্টিটিউশন'-এর বিকল্প হিসাবে সেক্স রোবট যুগান্তকারী পদক্ষেপ হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এতে নারীপাচারের সংখ্যাও কমবে বলে ধারণা তাদের। কারণ যে মেয়েদের পাচার করা হয় তাদের একটা বড় অংশকেই যৌনপল্লির বিপুল চাহিদা মেটাতে ব্যবহার করা হয়। সেই চাহিদা রোবটের মাধ্যমে পূর্ণ হলে নারীপাচারেও লাগাম টানা যাবে বলে দাবি বিশেষজ্ঞদের। এর আরও একটি কারণ হল মানুষের চেয়ে এই সেক্স রোবটের দামও অনেক কম। ['স্মার্ট স্কিন'-এর আবিষ্কার, রোবট-ও এবার 'স্পর্শ' করে অনুভূতি নিতে পারবে]

প্রযুক্তির সাহায্যে এই সমস্ত পুতুলগুলিকে আবেগেও বাঁধা যাবে বলে দাবি প্রস্তুতকারী সংস্থাগুলোর। যাতে ক্লায়েন্ট যৌনমিলনের স্বর্গীয় অনুভূতি পান সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। শুধু তাই নয়, এই রোবটের ক্ষেত্রেও শরীরের গড়ন, মুখের আদল স্টাইলিং সব আলাদা আলাদারকমের করা হবে যাতে ক্লায়েন্টরা তাদের পছন্দের সেক্সডল সঙ্গিনীকে বেছে নিতে পারে। [কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী রোবট!]

তবে সেক্স রোবটের যৌনপল্লির এই ভাবনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে সেক্স টুরিজম-এর প্রাণকেন্দ্র অ্যামস্টারডম, থাইল্যান্ডে এই পরীক্ষা নিরিক্ষা প্রথম চালানো হবে। [(ছবি) এই সাত যৌন রোগ থেকে সাবধান!]

লিউ

লিউ

বেজিংয়ে যৌনপল্লিতে সেক্স ডলের চাহিদা রয়েছে যথেষ্ট। এই যৌনপুতুলটির নাম লিউ।

রিয়্যাল ডল

রিয়্যাল ডল

রিয়্যাল ডল হল বিশ্বের অন্যতম জনপ্রিয় সেক্সডল সংস্থা।

কোইয়োকি

কোইয়োকি

ল্যাটেক্সের এই সেক্স ডলটির নাম কোইয়োকি। টোকিও একটি প্রদর্শনীতে বিছানায় শুইয়ে রাখা রয়েছে।

২০৫০

২০৫০

২০৫০ সালে অ্যামস্টারডামের যৌনপল্লিতে যে সেক্স রোবটের ব্যবহার করা হবে তা তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছে।

ভিন্ন প্রকার

ভিন্ন প্রকার

এই রোবটের ক্ষেত্রেও শরীরের গড়ন, মুখের আদল স্টাইলিং সব আলাদা আলাদারকমের করা হবে যাতে ক্লায়েন্টরা তাদের পছন্দের সেক্সডল সঙ্গিনীকে বেছে নিতে পারে।

English summary
Robot brothels could soon become reality in UK
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X