For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন কংগ্রেসে ভাষণ : কানসাসে ভারতীয়র হত্যাকাণ্ডের নিন্দায় ট্রাম্প

বর্ণবিদ্বেষের জেরে কানসাসে বন্দুকবাজের অতর্কিত হামলায় ভারতীয় ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনার কড়া নিন্দা করেন ট্রাম্প। মার্কিন কংগ্রেসের অধিবেশনে তিনি আজ ভাষণ দেন।

  • |
Google Oneindia Bengali News

ওয়াশিংটন, ১ মার্চ : মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে তাঁর প্রথম ভাষণেই সেদেশে 'আমেরিকান সত্ত্বাকে' ফিরিয়ে আনার ওপর জোর দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। পাশপাশি বর্ণবিদ্বেষের জেরে কানসাসে বন্দুকবাজের অতর্কিত হামলায় ভারতীয় ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনারও কড়া নিন্দা করেন তিনি।

এদিনের সভায় তাঁর ভাষণে কানসাস হত্যাকাণ্ডে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন মার্কিন রাষ্ট্রপতি। এছাড়াও মার্কিন মুলুকে জিউইশ সিমেন্ট্রিতে যে সমস্ত হিংসার ঘটনা সামনে আসছে তারও তীব্র সমালোচনা করেন তিনি। এদিনের মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বহু বিষয়ে আলোকপাত করেন তিনি। একনজরে দেখে নেওয়া যাক কী কী বললনে ট্রাম্প।

মার্কিন কংগ্রেসে ভাষণ : কানসাসে ভারতীয়র হত্যাকাণ্ডের নিন্দায় ট্রাম্প

  • বর্তমানে মার্কিন মুলুকে ইতিবাচক বিভিন্ন কাজ হওয়াতে অসম্ভবকেও সম্ভব করা গিয়েছে। এতে 'মার্কিন সত্ত্বা' আবার ফিরে আসছে দেশে।
  • আমেরিকায় সমস্ত ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে মার্কিনদের। তাহলেই আমেরিকাকে মহান দেশ হিসাবে গড়ে তোলা যাবে, সভায় এমনই বক্তব্য রাখেন ট্রাম্প।
  • কানসাসে বন্দুকবাজের গুলিতে নিহত ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোতলার হত্যাকাণ্ডের নিন্দার পাশাপাশি জিউইশ সিমেন্ট্রিতে হিংসার ঘটনার সমালোচনা করেন ট্রাম্প।
  • আমেরিকায় কোনওরকমের বর্ণবিদ্বেষ সংক্রান্ত ঘটনা নিন্দার যোগ্য বলে বর্ণনা করেন মার্কিন রাষ্ট্রপতি।
  • ট্রান্স-পেসিফিক পার্টনারশিপ চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দেন তিনি।
  • মার্কিন-মেক্সিকো সীমান্তে দেওয়াল তোলার কাজ শুরুর নির্দেশ দেন ট্রাম্প।
  • ন্যাটোকে সমর্থনের ঘোষণা ট্রাম্পের।
  • আমেরিকার ইতিহাসে এই প্রথমবার সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বেশি পরিমাণ বাজেট নির্ধারিত হতে চলেছে বলে জানান মার্কিন রাষ্ট্রপতি ।
  • 'ওবামাকেয়ার'-কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়ার ডাক ট্রাম্পের।
  • 'বাই আমেরিকান হায়ার আমেরিকান' এই স্লোগানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থাগুলোতে শুধু মার্কিন নাগরিকদের নিয়োগের ওপর জোর দেন।
  • অবৈধ অভিবাসীদের অপরাধ চিহ্নিত করতে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দফতরকে নির্দেশ ট্রাম্পের।
  • কোনওভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের ঐক্যকে ভেঙে দেওয়া যাবে না, বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষাক্ষেত্রে শিক্ষা বিল নিয়ে আসার জন্য তিনি মার্কিন কংগ্রেসে আহ্বান জানান।
  • আমেরিকাকে শক্তিশালী, গর্বিত ও স্বাধীনদেশ বলে বর্ণনা করেন ট্রাম্প।
  • চাকরির ক্ষেত্রে তিনি মার্কিন নাগরিকদের নিয়োগের বিষয়ে জোর দেন।
  • উগ্র-ইসলাম সন্ত্রাসবাদের হাত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে রক্ষা করার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ট্রাম্প।
  • অভিবাসন নীতি লাগু করলে মার্কিন যুক্তরাষ্ট্রে বেকারদের সুবিধা হবে, বেতন বাড়বে, আমেরিকানদের বাঁচানো যাবে বলে জানা মার্কিন রাষ্ট্রপতি।
  • যেকোনও রকমের হিংসার হাত থেকে মার্কিনিদের রক্ষা করতে আইন দফতরকে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ ট্রাম্পের।
English summary
US President Donald Trump on Tuesday in his first speech to the Congress recalled the attack on the Jewish cemetery and the shooting incident in Kansas and said, "We are a country that stands united in condemning hate and evil in all of its very ugly forms." "Am here to deliver a message of unity and strength," he added.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X