For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের হামলায় মনোবল তলানিতে পাকিস্তানের, করাচিতে বসে স্বীকার জঙ্গি হাফিজ সঈদের

জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সঈদ দেশের সরকার ও বিরোধীদের কাছে আহ্বান করেছে, দেশের ঐক্যবদ্ধতার স্বার্থে পারস্পরিক সমস্ত বৈরিতা ভুলে একজোট হতে।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ইসলামাবাদ, ২ নভেম্বর : ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের ধাক্কা একেবারে পাকিস্তানি রাজনীতিতে গিয়ে লেগেছে। উরি হামলার বদলা নিতে সেপ্টেম্বরের শেষে ভারতীয় সেনা সীমান্তের ওপারে ঢুকে পাক জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করে দেয়। তারপর থেকে আন্তর্জাতিক রাজনীতিকে পাকিস্তান কোণঠাসা তো বটেই দেশের রাজনীতিক প্রেক্ষাপটেও প্রায় দেউলিয়া হয়ে গিয়েছে। [হাফিজ খালিদ ওয়ালিদ, ভারতের মাথাব্যথার নয়া কারণ এই জঙ্গি! কি এর পরিচয়?]

আর এই ঘটনার যে সত্য়াসত্য রয়েছে তা একবাক্যে স্বীকার করে নিয়েছে মুম্বই হামলার মূলচক্রী, আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তথা জামাত-উদ-দাওয়া (লস্কর-ই-তৈবাও বটে) প্রধান হাফিজ মহম্মদ সঈদ। তার মতে, নাগরিক প্রশাসন ও পাক সেনাবাহিনীর মধ্যে ন্যূনতম বোঝাপড়া নষ্ট হয়ে গিয়েছে। [কাশ্মীরে অশান্তির পিছনে রয়েছে লস্কর জঙ্গিরা, জানাল জঙ্গি হাফিজ সঈদ]

ভারতের হামলায় মনোবল তলানিতে পাকিস্তানের : হাফিজ সঈদ

জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সঈদ তাই দেশের সরকার ও বিরোধীদের কাছে আহ্বান করেছে, দেশের ঐক্যবদ্ধতার স্বার্থে পারস্পরিক সমস্ত বৈরিতা ভুলে একজোট হতে। ['পাঠানকোটের মতো আরও হামলা হবে', খোলাখুলি 'ওয়ার্নিং' পাক সন্ত্রাসবাদী হাফিজ সঈদের!]

পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যম ডন-এ প্রকাশিত খবর অনুযায়ী হাফিজ সঈদ দেশের সমস্ত রাজনৈতিক দলকে আলোচনার মাধ্যমে দূরত্ব ঘোঁচাতে আবেদন করেছে। যাতে আন্তর্জাতিক শক্তির হাতের পুতুল না হতে হয় কাউকে। [বৈষম্যের শিকার, পাকিস্তানে এসে থাকুন : শাহরুখকে আমন্ত্রণ হাফিজ সইদের]

হাফিজ সঈদের মতে, ভারত সহ বিদেশি শক্তিগুলি দেশের রাজনীতির ভঙ্গুর দশাকে কাজে লাগিয়ে পাকিস্তানে অস্থিরতা তৈরি করতে চাইছে। তা যাতে কোনওভাবেই না হয় সেদিকেই লক্ষ্য রাখতে বলেছে এই আন্তর্জাতিক সন্ত্রাসবাদী। একইসঙ্গে পাকিস্তানের অভ্যন্তরে এমন অচলাবস্থা সৃষ্টির জন্য় সরাসরি ভারতকেও দায়ী করেছে সে।

করাচিতে সাংবাদিক সম্মেলন করে জামাত-উদ-দাওয়া প্রধান বলেছে, পাকিস্তানকে অস্থির করে দিয়ে কাশ্মীর ইস্যু থেকে সকলের মন ঘুরিয়ে দিতে উদ্যোগী হয়েছে নয়াদিল্লি। পাকিস্তানের কোনও রাজনৈতিক দলই এখন আর কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলছে না, সকলে নিজেদের সামলাতে ব্যস্ত।

প্রসঙ্গত, পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করার পরে ভারতে ফের হামলার হুমকি দিয়েছে এই জঙ্গি নেতা। মূলত লস্কর-ই-তৈবা জঙ্গিরাই হাফিজ সঈদের নেতৃত্বে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে হামলা চালাচ্ছে বলে ভারত বারবার পাকিস্তানের হাতে প্রমাণ তুলে দিয়েছে। যদিও পাক সরকার তা দেখে কোনও ব্যবস্থা নেয়নি। এমনকী ২০০৮ মুম্বই হামলার মূল ষড়যন্ত্রী হিসাবেও হাফিজ সঈদের নাম উঠলেও পাকিস্তান সরকার নীরবই থেকেছে।

English summary
Political crisis in Pakistan affecting Kashmir cause: Hafiz Saeed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X