For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঠানকোট হামলা : যাবতীয় প্রমাণ সত্ত্বেও এফআইআরে নাম নেই মাসুদ আজহারের!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি : পাঠানকোট হামলায় ভারতের দেওয়া যাবতীয় তথ্য প্রমাণের ভিত্তিতে পাকিস্তান সরকার বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত শুরু করলেও তাতে নাম নেই এই হামলার প্রধান ষড়যন্ত্রী মৌলানা মাসুদ আজহারের। [১৯৯৪ সালে সাংবাদিক সেজে ভারতে আসা যুবকই আজকের মাসুদ আজহার]

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালায় সন্ত্রাস বিরোধী বিভাগে একটি এফআইআর দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, ভারতের দেওয়া প্রমাণে জঈশ-ই-মহম্মদ ও মাসুদ আজহারকে দায়ী করা হয়েছে। সেই বিষয়টিই তদন্ত করে দেখা হবে। [পাঠানকোট হামলায় মাসুদ আজহারের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণই পেল না পাকিস্তান!]

পাঠানকোট হামলা : প্রমাণ দিলেও এফআইআরে নাম নেই মাসুদ আজহারের

ভারতের দেওয়া তথ্য স্পষ্ট উল্লেখ রয়েছে কীভাবে মাসুদ আজহার, তার ভাই রউফ ও অন্য আরও পাঁচ সন্ত্রাসবাদী ভারতে হামলা চালিয়েছে। হামলার সময়ে জঙ্গিরা কোন টেলিফোন নম্বরে ফোন করেছে সেটাও তুলে দেওয়া হয়েছে। গোটা ঘটনায় পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে আসা ৬ জন জঙ্গি ও ৭ ভারতীয় জওয়ান শহিদ হন, সেটাও জানানো হয়েছে।

পাকিস্তান সরকার ভারতের দেওয়া অভিযোগের ভিত্তিতে সেদেশের দণ্ডবিধি অনুযায়ী ৩০২, ৩২৪, ১০৯ ধারায় ও সন্ত্রাসবাদ বিরোধী আইন অনুযায়ী ৭ ও ২১ নম্বর ধারায় মামলা করেছে।

তবে সবচেয়ে আশ্চর্যের, মাসুদ আজহার এই হামলার মূল কাণ্ডারি এটা প্রমাণ সহ পাকিস্তানের হাতে তুলে দেওয়ার পরও মাসুদ আজহারের নাম এফআইআরে উল্লেখ করেনি সেদেশের সরকার।

মোট ছয় সদস্যের পাক তদন্তকারী দল পাঠানকোট হামলার তদন্ত শুরু করেছে। তবে প্রতিবারের মতোই আশাব্যঞ্জক কিছু এই তদন্তে উঠে আসবে না বলেই মনে করা হচ্ছে।

English summary
Pathankot attack: Pakistan lodges FIR, Maulana Masood Azhar not named
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X