For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেভিস কাপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ব্রুসেলে লুকিয়ে থাকতে পারে প্যারিস হামলার মূলচক্রী আব্দেল্লাহমেদ

Google Oneindia Bengali News

ব্রুসেলস, ২২ নভেম্বর : প্যারিসের বোমাকার পর এবার জঙ্গি নিশানায় থাকতে পারে ব্রুসেলস। আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে আইটিএফ (ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন)-এর ডেভিস কাপ ফাইনাল। ব্রুসেলসের নিরাপত্তা আধিকারিকরা তাই ব্রুসেলস নিয়ে আপাতত উদ্বেগে রয়েছে।

শনিবার থেকেই তাই বেলজিয়ামের এই রাজধানী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে। মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি , সিনেমা , শপং মল, পার্ক, বেসমেন্ট গাড়ি পার্ক করার ব্যবস্থা সব বন্ধ করে দেওয়া হয়েছে। নুষদের সাবধান করে দেওয়া হয়েছে যাতে তারা ভিড় এড়িয়ে চলেন। পুলিশের তরফে পেট্রেলিং চালানো হচ্ছে। স্থানীয় যে কোনও ম্যাচ, টুর্নামেন্ট, কনসার্ট সব বন্ধ করে দেওয়া হয়েছে।

ডেভিস কাপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ব্রুসেলে লুকিয়ে থাকতে পারে প্যারিস হামলার মূলচক্রী আব্দেল্লাহমেদ

বেলজিয়াম প্রধানমন্ত্রী জানিয়েছেন, হুমকি রয়েছে, কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক নিয়ে হামলা চালাতে পারে। একইসময়ে বিভিন্ন এলাকায় একইসঙ্গে হামলা হতে পারে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন এতে বেলজিয়ামবাসীর ভয়ের কোনও কারণ নেই। পরে বিদেশমন্ত্রী জানিয়েছেন, ১০০০টি ট্রুপ পেট্রোলিং চালাচ্ছে এলাকায়।

আসলে ব্রুসেলসের মোলেনবিক- থেকে অস্ত্রভাণ্ডারের হদিশ মিলেছে। প্যারিস হামলায় ধৃত ৩ জঙ্গির একজনের বাড়িতে এই অস্ত্র ভাণ্ডার রাখা ছিল। অন্যদিকে প্যারিস হামলার মূলচক্রী সালাহ আব্দেসলামের বন্ধু যে প্যারিস হামলাতেও যুক্ত ছিল, এখন ব্রসেলসে মানব বোমা হিসাবে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকী সালাহ আব্দেসলামও ব্রুসেলসে যে থাকতে পারে সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। এমনকী সে নিজেও মানববোমা হিসাবে কাজ করতে পারে বলে মনে করা হচ্ছে।

English summary
Paris attacks suspect Salah Abdeslam could be in Brussels 'ready to blow himself up', says friend
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X