For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবাধ্য স্ত্রীকে মারধর করতে পারবে স্বামী, নিদান পাকিস্তানের ইসলামিক কাউন্সিলের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি সৌদি আরবের জাতীয় টেলিভিশনে নিজের স্ত্রীকে কীভাবে মারধর করবেন পুরুষেরা তার উপায় বাতলে দেওয়া নিয়ে একটি অনুষ্ঠান হয়েছে। এক্ষেত্রে পাকিস্তানও যে পিছিয়ে নেই, তার প্রমাণ পাওয়া গেল।

বৌকে কীভাবে পেটাবেন! জাতীয় চ্যানেলে বাতলে দিচ্ছেন সৌদি পুরুষ

সাত বছর বয়স দ্বিতীয় স্ত্রীর, সতীনের বিরোধিতা করায় প্রথম স্ত্রীর নাক কাটল স্বামী

কিছুদিন আগে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিধানসভায় মহিলাদের সুরক্ষায় একটি বিল পাশ হয়। যে বিলটিকে 'ইসলাম বিরোধী' বলে ময়দানে নেমেছে 'কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি'।

অবাধ্য স্ত্রীকে মারধর করতে পারবে স্বামী, নিদান পাকিস্তানে

স্বামী যদি মারধরও করে, তাহলেও তাকে ছেড়ে বেরিয়ে এসে অন্য কোথাও মেয়েরা আশ্রয় নেওয়াটা ইসলাম বিরোধী বলে দাবি করা হয়েছে। পাঞ্জাব প্রদেশ থেকে বেরিয়ে মহিলা সুরক্ষায় এই বিলটি যাতে অন্য প্রদেশে কার্যকর না হয়, সেজন্য বিরোধিতা করছে এই সংগঠন। সেইমতো পাল্টা একটি খসড়া বিলও তৈরি করা হয়েছে।

স্বামীর চায়ে বিষ মেশাল স্ত্রী, খেয়ে মারা গেল তাদের চার বছরের কন্যা

তাদের তৈরি খসড়া মতে, স্বামীর কথা না মেনে চললে তার সর্বতো অধিকার রয়েছে স্ত্রীকে 'হালকা' মারধরের। এর মধ্যে অন্যায়ের কিছু নেই। যদি স্বামীর কথামতো স্ত্রী পোশাক না পরে, যৌন সম্পর্কে অস্বীকার করে, অথবা যৌন সম্পর্কে পরে স্নান না করে তাহলে অবশ্যই সেই নারীকে মারধর করা যেতে পারে।

বউয়ের কাটা 'মুণ্ডু' নিয়ে রাস্তায় স্বামী

'কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি'-র মতে, এই খসড়াটি কোরান ও শরিয়ত আইন মেনে তৈরি করা হয়েছে। যদি কোনও মহিলা মাথায় ঢাকা না দেন, অপরিচিতর সঙ্গে কথা বলেন, জোরে কথা বলেন, তাহলে অবশ্যই তার শাস্তি পাওয়া উচিত। এবং তার উপরে গার্হস্থ্য হিংসা হলেও তা আইন মোতাবেক হবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে।

এই বিষয়ে পাকিস্তানের সমাজকর্মী ফরজানা বারি জানিয়েছেন, এমন বিলের খসড়া অবৈধ। পাকিস্তানের আইন বা আন্তর্জাতিক আইন মোতাবেক এমন কিছুর সংস্থান নেই। এমন খসড়া সারা বিশ্বে ইসলামের বদনাম করছে। এতে পাকিস্তানের নাম ধুলোয় মিশছে।

English summary
Pakistani Husbands Can 'Lightly Beat' Their Wives : Islamic Council
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X