For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কে হচ্ছেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী, ফয়সালা মঙ্গলবারই

মঙ্গলবারই নতুন প্রধানমন্ত্রী পেতে চলেছে পাকিস্তান। তবে নতুন অনর্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর মেয়াদ হবে মাত্র ২ মাস, তারপর শাহবাজ শরিফ হবেন স্থায়ী প্রধানমন্ত্রী।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

নওয়াজ শরিফের পর পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কে হতে চলেছেন মঙ্গলবারই সেবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে চলেছে। সোমবারই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর পদের জন্য ৬জন প্রার্থী মনোনয়ন পেশ করেছেন। তবে কোনও একজনকে বেছে নিতে সোমবার ঐকমত্যে আসতে পারেনি পাকিস্তানের বিরোধী সদস্যরা।

[আরও পড়ুন: শাহবাজ শরিফকে নিয়ে আশাবাদী ভারত, নেপথ্যে একগুচ্ছ কারণ][আরও পড়ুন: শাহবাজ শরিফকে নিয়ে আশাবাদী ভারত, নেপথ্যে একগুচ্ছ কারণ]

কে হচ্ছেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী, ফয়সালা মঙ্গলবারই

নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন তা নিশ্চিত। কিন্তু তাঁকে উপনির্বাচনে জিতে ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হতে হবে। তার আগে দুমাসের জন্য পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শাহিদ খাকান আব্বাসির নাম প্রস্তাব দিয়েছিলেন নওয়াজ শরিফ। বর্তমানে তিনি পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী।

শাহিদ খাকান আব্বাসির পাশাপাশি সোমবার মনোনয়ন জমা দিয়েছেন বিরোধী দলনেতা সৈয়দ খুর্শিদ শাহ। পাকিস্তান পিপলস পার্টির হয়ে তিনি মনোনয়ন পেশ করেছেন। পিপিপি-রই আরও একজন প্রার্থী হয়েছেন সৈয়দ নাভিদ কামার

অপরদিকে ইমরান খানের তেহরিক-ই ইনসাফ পাকিস্তানের হয়ে দাঁড়িয়েছেন শেখ রাশিদ আহমেদ। জামাত-এ ইসলামির হয়ে প্রার্থী হয়েছেন সাহিবজাদা তারিকউল্লাহ।

পাকিস্তানের মুতাহিদা কওমি মুভমেন্ট দলের হয়ে প্রার্থী হয়েছে কিশওয়ার জাহরা। তবে পাকিস্তানের ন্যাশনাল অ্য়াসেম্বলির ৩৪২টি আসনের মধ্যে ১৮৮টিই নওয়াজ শরিফের পিএমএল-এন-র। সংখ্যাগরিষ্ঠ হওয়ার ফলে শাহিদ খাকান আব্বাসির জয় একপ্রকার নিশ্চিত বলেই ধরে নেওয়া যেতে পারে।

English summary
Pakistan is all set to get the new prime minister on tuesday. However the tenure of interim prime minister will be two months only.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X