For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাফিজ সঈদ 'জঙ্গি'! এই স্বীকারোক্তি খোদ পাক সরকারের

২৬/১১ মুম্বইহানার মূলচক্রী তথা জামাত-উদ-দাওয়ার মূল পান্ডা হাফিজ সঈদের বিরুদ্ধে সরাসরি সন্ত্রাসের অভিযোগ তুলল পাকিস্তান।

Google Oneindia Bengali News

২৬/১১ মুম্বইহানার মূলচক্রী তথা জামাত-উদ-দাওয়ার মূল পান্ডা হাফিজ সঈদের বিরুদ্ধে সরাসরি সন্ত্রাসের অভিযোগ তুলল পাকিস্তান। জঙ্গি নেতা হাফিজ জেহাদের নামে সন্ত্রাস চালায় বলে জানিয়েছে খোদ পাকিস্তান প্রশাসন।

পাকিস্তানের লাহোরে গৃহবন্দী হাফিজ সহ ৪ জনকে পাকিস্তান জুডিশিয়াল রিভিউ বোর্ডের সামনে পেশ করা হয়। সেখানেই পাকিস্তানের ইন্টিরিয়ার মিনিস্ট্রির তরফে এই কথা জানানো হয়। এদিকে, বোর্ডের সামনে হাফিজ অভিযোগ করে, যাতে তাকে কাশ্মীরের হয়ে কথা বলতে না দেওয়া হয়, তাই তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে।

জেহাদের নামে সন্ত্রাস ছড়াচ্ছে হাফিজ,অভিযোগ খোদ পাকিস্তানের


হাফিজের অভিযোগ, তাকে বন্দী করার নেপথ্যে , রয়েছে অনেককটি কারণ। তার মধ্য়ে একটি হল পাকিস্তানের ওপর বাড়তে থাকা আন্তর্জাতিক চাপ। যে যুক্তি নস্যাৎ করে, পাক ইন্টিরিয়ার মিনিস্ট্রি জানিয়েছে, জঙ্গিনেতা হাফিজ সঈদ 'জেহাদ' এর নামে ক্রমাগত সন্ত্রাস ছড়াচ্ছে। তাই হাফিজ ও তার সঙ্গীদের আটকে রেখেছে পাকিস্তান ।

উল্লেখ্য গত ৩০ জানুয়ারি থেকে হাফিজ সহ ৪ জঙ্গিকে গহবন্দী করে রাখে পাকিস্তান সরকার। মূল্ত, মার্কিন যুক্তরাষ্ট্রে ৭ মুসলিম দেশের নাগরিকদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞার পর থেকেই পাকিস্তান এই পদক্ষেপ নেয়।

English summary
Pakistan says JuD chief Hafiz Saeed spreading terrorism in name of jihad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X