For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত মহাসাগরে পরমাণু কার্যকলাপ চালাচ্ছে ভারত, দাবি পাক উপদেষ্টার

নওয়াজ শরিফের উপদেষ্টা সরতাজ আজিজের বক্তব্য, ভারত মহাসাগরে পরমাণু কার্যকলাপ চালাচ্ছে ভারত। যা পাকিস্তানের কাছে একটি বড়সড় আশঙ্কার বিষয় বলে দাবি করেছেন সরতাজ।

  • |
Google Oneindia Bengali News

ইসলামাবাদ, ১৩ ফেব্রুয়ারি : বেশ কয়েকদিন ধরেই পাকিস্তান ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধাস্ত্র সংক্রান্ত বহু অভিযোগ নিয়ে আসছে। তার মধ্যে অন্যতম সংযোজন, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপদেষ্টা সরতাজ অজিজের নতুন অভিযোগ।[ভারতে তৈরি হচ্ছে গোপন 'পরমাণু শহর'! দাবি পাকিস্তানের]

সরতাজ আজিজের বক্তব্য, ভারত মহাসাগরে পরমাণু কার্যকলাপ চালাচ্ছে ভারত। যা পাকিস্তানের কাছে একটি বড়সড় আশঙ্কার বিষয় বলে দাবি করেছেন সরতাজ। এছাড়াও তিনি জানান, এতে শান্তি বিঘ্নিত হতে চলেছে দু'দেশের মধ্যে।

ভারত মহাসাগরে পরমাণু কার্যকলাপ চালাচ্ছে ভারত, দাবি পাক উপদেষ্টার

করাচিতে আয়োজিত ইন্টারন্যাশনাল মারিটাইম কন্ফারেন্সে বক্তব্য রাখার সময় একথা জানান সরতাজ অজিজ। তিনি একধাপ এগিয়ে অভিযোগ তোলেন, বহু সংখ্যক মানুষকে মারতে ,ভারতের তরফে তৈরি করা হচ্ছে পরমাণু অস্ত্র। এরকম অবস্থায় শান্তি বজায় রাখা যথেষ্ট মুশকিলের।

পাশপাশি অজিজ বলেন, পাকিস্তানের উদ্যোগে এতদিন পর্যন্ত শান্তি কায়েম ছিল ভারত মহাসাগরে। পাকিস্তানের ৯৫ শতাংশ বাণিজ্য জলপথে হয়, তাই সেখানে পরমাণু কার্যকলাপ নিয়ে চিন্তিত পাকিস্তান।

কিছুদিন আগেই পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে, ভারতে গোপন পরমাণু শহর গড়ে তোলা হচ্ছে। যে হাস্যকর অভিযোগ কার্যত উডি়য়ে দিয়েছে ভারত। এঘটনাকে পাকিস্তানের অলিক 'কল্পনা' বলেও দাবি করা হয় ভারতের বিদেশমন্ত্রকের তরফে।

প্রসঙ্গত, বিশ্বের ৪৮টি দেশের এনএসজি বা নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপের অন্তর্গত হওয়ার উদ্যোগ নিচ্ছে ভারত। আর ঠিক সেই সময়ই হঠাৎ করে পাকিস্তানের তরফে পরমাণু অস্ত্র সংক্রান্ত অভিযোগ বার বার উঠে আসছে ভারতের বিরুদ্ধে। এই গোষ্ঠিতে অন্তর্গভূক্তির প্রথম থেকেই ভারতকে বাঁধা দিয়েছে চিন। সেক্ষেত্রে ভারতকে অন্তর্ভূক্ত করলে পাকিস্তানকেও অন্তর্ভূক্ত করার দাবি জানিয়েছে চিন। সবমিলিয়ে গোটা ঘটনায় রাজনীতি ও কূটনীতির মিশেল বিষয়টির তাৎপর্য বাডি়য়ে দিয়েছে।

English summary
Pakistan would go all out to contain grave threats to peace and security in the Indian Ocean primarily due to nuclearisation started by India, said Sartaj Aziz, Prime Minister Nawaz Sharif 's adviser on foreign affairs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X