For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুফি দরগায় বিস্ফোরণের জের : ১০০ জঙ্গিকে খতম করল পাকিস্তানি সেনা

পাকিস্তানে সুফি দরগায় আইএসআইএস জঙ্গি হামলার পরে পাকিস্তানি সেনা পাল্টা তল্লাশি অভিযান চালিয়ে শতাধিক জঙ্গিকে নিকেশ করেছে বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News
ইসলামাবাদ, ১৮ ফেব্রুয়ারি : পাকিস্তানে সুফি দরগায় আইএসআইএস জঙ্গি হামলার পরে পাকিস্তানি সেনা পাল্টা তল্লাশি অভিযান চালিয়ে শতাধিক জঙ্গিকে নিকেশ করেছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পরে দরগায় আত্মঘাতী জঙ্গি ঢুকিয়ে বিস্ফোরণ ঘটিয়েছিল আইএস।[পাকিস্তানে দরগায় আত্মঘাতী বিস্ফোরণ, হত অন্তত ১০০, দায় স্বীকার আইএসের]

সিন্ধ প্রদেশের লাল ষাহবাজ কলন্দর দরগায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। তার আগে লাহোরে ও উত্তর-পশ্চিম পাকিস্তানেও বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় অন্তত ১০০ জনের মৃত্যু হওয়ায় নড়েচড়ে বসে পাক প্রশাসন। শুরু হয় জঙ্গিদের বিরুদ্ধে তল্লাশি অভিযান। যার ফলে নিরাপত্তার সামান্য উন্নতি হয়েছে এবং মানুষ কিছুটা নিশ্চিন্ত হয়েছে।[কাশ্মীরে যারা পাথর ছোঁড়ে তারা 'দেশদ্রোহী', প্রয়োজনে ভারতীয় সেনা চালাতে পারে গুলি :রাওয়াত]

সুফি দরগায় বিস্ফোরণের জের : ১০০ জঙ্গিকে খতম করল পাকিস্তানি সেনা

কিছুদিন আগেই পাকিস্তানি সরকার ও সেনা যৌথভাবে সারা দেশে সন্ত্রাসবাদকে উৎখাত করার জন্য একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়াও জানিয়েছেন, কোনওরকম সন্ত্রাসবাদী কার্যকলাপ বরদাস্ত করা হবে না।[৩০০ পাকিস্তানি জঙ্গি ভারতে অনুপ্রবেশে তৈরি : গোয়েন্দা রিপোর্ট]

এরপরই পাকিস্তানি সেনা ও আধাসেনা করাচি ও সিন্ধ প্রদেশ, খাইবার-পাখতুনখোয়া, বালুচিস্তান প্রদেশ ও উপজাতি এলাকায় তল্লাশি চালায়। আর তার ফলেই ১০০ জঙ্গিকে নিকেশ করা গিয়েছে। পাকিস্তানি সেনার তরফে তেমনটাই জানানো হয়েছে।[জঙ্গিরা কত মাস মাইনে পায়? মৃত জঙ্গির পরিবার কত ক্ষতিপূরণ পায়? চাঞ্চল্যকর রিপোর্ট গোয়েন্দাদের]

নিরাপত্তাজনিত কারণে আফগানিস্তান সীমান্ত সিল করে দিয়েছে পাকিস্তান। এদিকে আফগান সরকার জানিয়েছে, সেদেশে গোপনে আশ্রয় নেওয়া ৭৬জন জঙ্গিকে পাকিস্তান সরকারের হাতে তুলে দেওয়া হবে। এবং সীমান্ত দিয়ে যাতে কোনওরকম পারাপার না হয় সেদিকে নজর রাখা হবে।

English summary
More than 100 militants were killed in a sweeping crackdown launched by Pakistani security forces a day after a suicide attack claimed by the Islamic State left 81 dead at a crowded Sufi shrine.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X