For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪৭ জন যাত্রী নিয়ে ইসলামাবাদের কাছে ভেঙে পড়ল পিআইএ বিমান

চিত্রল থেকে ইসলামাবাদের দিকে উড়ে আসা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-এর বিমান হাভেলিয়ানের কাছে ভেঙে পড়ল।

Google Oneindia Bengali News

ইসলামাবাদ, ৭ ডিসেম্বর : চিত্রল থেকে ইসলামাবাদের দিকে উড়ে আসা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-এর বিমান পিকে-৬৬১ হাভেলিয়ানের কাছে ভেঙে পড়ল।

সূত্রের খবর অুযায়ী, এটিআর-৪২ বিমানটি ৪৭ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। হাভেলিয়ানের তাছে নিখোঁজ হয়ে যায় বিমাটি। রাডারে কোনও খোঁজই পাওয়া যাচ্ছিল না বিমানটিক।

৪৭ জন যাত্রী নিয়ে ইসলামাবাদের কাছে ভেঙে পড়ল পিআইএ বিমান

তবে বিমানটি যাত্রী নিয়ে ভেঙে পড়ে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য চিত্রল থেকে বিকেল ৩ টে নাগাদ বিমান ওড়ে। সাড়ে চারটে নাগাদ এটিসি-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

ঘটনাস্থলে পৌঁছিয়েছে সেনা, হেলিকপ্টার। বিমানটি পাহাড় এলাকায় ভেঙে পড়েছে বলে প্রাথমিকভাবে উদ্ধারকাজে প্রতিকুল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের একাংশের কথায় বিমানটি ভেঙে পড়ার আগেই তাতে আগুন লেগেছিল।

পিআইএ-র তরফে জরুরীকালীন নম্বর চালু করা হয়েছে। ০০৯২-২১-৯৯০৪৪৮৯০, ০০৯২-২১-৯৯০৪৪৩৭৬, ০০৯২-২১-৯৯০৪৪৩৯৪।

English summary
PIA passenger flight PK-661 crashes near Havelian
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X