For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকা সুর চড়াতেই মাসুদ আজহার-সহ ৫,১০০ জঙ্গি অ্যাকাউন্ট ফ্রিজ করল পাকিস্তান

আমেরিকা সুর চড়াতেই তড়িঘড়ি জঈশ-এ-মহম্মদ প্রধান মাসুদ আজহার সহ সন্দেহজনক ব্যক্তিদের ৫,১০০ টি অ্যাকাউন্ট ফ্রিজ করল পাকিস্তান কর্তৃপক্ষ। এই সমস্ত অ্যাকাউন্টগুলিতে প্রায় ৪০ কোটি টাকা রয়েছে।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ইসলামাবাদ, ২৫ অক্টোবর : আমেরিকা সুর চড়াতেই তড়িঘড়ি জঈশ-এ-মহম্মদ প্রধান মাসুদ আজহার সহ সন্দেহজনক ব্যক্তিদের ৫,১০০ টি অ্যাকাউন্ট ফ্রিজ করল পাকিস্তান কর্তৃপক্ষ। এই সমস্ত অ্যাকাউন্টগুলিতে প্রায় ৪০ কোটি টাকা রয়েছে বলে আধিকারিক সূত্রে জানানো হয়েছে। [১৯৯৪ সালে সাংবাদিক সেজে ভারতে আসা যুবকই আজকের মাসুদ আজহার]

স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের তরফে জানানো হয়েছে, "পাকিস্তান মন্ত্রকের নির্দেশ মেনেই সন্দেহজনক শীর্ষ জঙ্গি নেতাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য আল্লা বক্সের ছেলে মাসুদ আজহার।" [(ছবি) উচ্চ শিক্ষিত ইয়াকুব মেমনের অপরাধী হয়ে ওঠার কাহিনি]

আমেরিকা সুর চড়াতেই মাসুদ আজহার-সহ ৫,১০০ জঙ্গি অ্যাকাউন্ট ফ্রিজ করল পাকিস্তান

পাক মন্ত্রকের তরফে হাজার হাজার সন্দেহভাজনের যে তালিকা পাঠানো হয়েছে, তাকে অবশ্য তিন ভাগে ভাগ করা হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রায় ১২০০টি অ্যাকাউন্ট 'A' শ্রেণীতে রাখা হয়েছে। অর্থাৎ এদেরকে অতি সন্দেহজনক বা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।

সন্দেহজনকদের তালিকায় শীর্ষেই রয়েছে আজহার মাসুদ। আজহারের নামও এই 'A' শ্রেণীতে রাখা হয়েছে।

ন্যাশনাল কাউন্টার টেররিজম অথরিটির তরফে চলতি মাসের শুরুর দিকেই ৫৫০০ জন সন্দেহভাজনের নাম স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের কাছে পাঠায়। ন্যাশনাল কাউন্টার টেররিজম অথরিটির কোঅর্ডিনেটর ঈশান গণি জানিয়েছেন স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের তরফে ইতিমধ্যে ৫,১০০টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। [হাঁটতে গেলে দুজন লোক লাগে, পাঁচ বছর আগেই অবসর নিয়েছেন দাউদ!]

রিপোর্ট বলছে, ফ্রিজ করা অ্যাকাউন্টগুলির মধ্যে খাইবার পাখতুনখোয়ার ৩,০৭৮ টি অ্যাকাউন্ট রয়েছে, সংখ্যায় যা সবচেয়ে বেশি। এছাড়াও পাঞ্জাবের ১,৪৪৩টি , সিন্ধের ২২৬টি , বালোচিস্তানের ১৯৩টি, গিলগিট বালতিস্তানের ১০৬টি অ্যাকাউন্ট রয়েছে। এছাড়াও পাক অধিকৃত কাশ্মীরের ২৬টি অ্যাকাউন্টও রয়েছে।

English summary
Pakistan Freezes Accounts Of 5,100 Terror Suspects, Including Jaish Chief Masood Azhar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X