For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গি বুরহানকে 'শহিদ' আখ্যা, ১৯ জুলাই কালা দিবস পালন করবে পাকিস্তান

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৫ জুলাই : হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুতে সুযোগ পেয়েই ফের একবার কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক লড়াই শুরু করে দিল পাকিস্তান। সেদেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এদিন জঙ্গি বুরহানকে 'শহিদ' আখ্যা দিয়ে জানিয়েছেন, কাশ্মীরের জনগণের পাশে দাঁড়াতে আগামী ১৯ জুলাই কালা দিবস পালন করা হবে। [কাশ্মীরে অশান্তির জন্য হাওয়ালার মাধ্যমে ১০০ কোটি টাকা পাঠিয়েছে পাকিস্তান]

লাহোরে এদিন মন্ত্রিসভার বিশেষ বৈঠক করেন পাক প্রধানমন্ত্রী। সেখানে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক হয়। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে নওয়াজ শরিফ 'স্বাধীনতার আন্দোলন' বলে আখ্যা দেন। [কাশ্মীরে নিহত হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির জঙ্গি হয়ে ওঠার কাহিনি]

জঙ্গি বুরহানকে 'শহিদ' আখ্যা, ১৯ জুলাই 'কালা দিবস' পাকিস্তানে

এদিন নওয়াজ আরও বলেন, কাশ্মীরিদের প্রতি রাজনৈতিক, কূটনৈতিক ও মানসিকভাবে পাশে রয়েছে পাকিস্তান। এরপরই বুরহান ওয়ানিকে শহিদ বলে ঘোষণা করেন তিনি। জানান, ভারতের অত্য়াচার অতিষ্ট কাশ্মীরবাসী নিস্তার চাইছেন। তাদের পাশে পাকিস্তান সবসময় রয়েছে। [পাকিস্তানে ছাপা জাল নোট এই ৩টি দেশ ঘুরে ভারতে আসে!]

বৃহস্পতিবার জাতিসংঘের সভায় দাঁড়িয়ে পাকিস্তানকে কাশ্মীর ইস্যুতে তুলোধোনা করে ভারত। সন্ত্রাসবাদের শিকড় রয়েছে পাকিস্তানেই, এটাও স্পষ্ট করেছে ভারত। এরপরই এদিন কাশ্মীর নিয়ে ফের সরব হয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক মঞ্চেও কাশ্মীর ইস্যুকে হাতিয়ার করে ভারতকে চাপে ফেলার কৌশল জারি রাখা হবে বলে এদিন প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন শরিফ। [ভারতের শীর্ষ আমলাদের ছল করে পাকিস্তানে আটকে রেখে মুম্বই হামলা চালায় পাক জঙ্গিরা]

গতকালই কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি রিপোর্টকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, কীভাবে হাওয়ালার মাধ্যমে ফি বছর কোটি কোটি টাকা কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের হাতে পাঠিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করে পাকিস্তান। ওয়াকিবহাল মহলের মতে, এরপরই কূটনৈতিকভাবে ভারতের মোকাবিলা করতে পাল্টা চাপ দেওয়ার কৌশল নিলেন নওয়াজ শরিফ।

English summary
Pakistan declares Hizbul terrorist Burhan Wani a 'martyr', to observe July 19 as black day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X