For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুলভূষণ ইস্যুতে অবশেষে পথে আসতে চলেছে পাকিস্তান, কী করবে তাঁরা, জেনে নিন

পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের অনুরোধ শেষ অবধি উপেক্ষা না করতে পেরে পাকিস্তান কুলভূষণের মা-কে সেদেশে যাওয়ার ভিসা দেওয়া নিয়ে ভাবনাচিন্তা করছে।

  • |
Google Oneindia Bengali News

দেরিতে হলেও ভারতের ন্যায্য অনুরোধ ফেলতে পারল না পাকিস্তান। কুলভূষণ যাদব ইস্যুতে অবশেষে ভারতের দাবি মানতে রাজি হল নওয়াজ শরিফের সরকার। পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের অনুরোধ শেষ অবধি উপেক্ষা না করতে পেরে পাকিস্তান কুলভূষণের মা-কে সেদেশে যাওয়ার ভিসা দেওয়া নিয়ে ভাবনাচিন্তা করছে।

চর সন্দেহে পাকিস্তানে ফাঁসির সাজা প্রাপ্ত কুলভূষণকে নিয়ে ভারত আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের বিরুদ্ধে মামলা করে। সেই মামলার রায়ে কুলভূষণের ফাঁসির আদেশে স্থগিতাদেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত।

কুলভূষণ ইস্যুতে অবশেষে পথে আসতে চলেছে পাকিস্তান, কী করবে তাঁরা, জেনে নিন

তারপর থেকেই ভারত বারবার কূটনৈতিক অবস্থানে দাঁড়িয়ে কুলভূষণের কনস্যুলার অ্যাকসেস চাইছে। কিন্তু পাকিস্তান নানা বাহানায় তা বাতিল করে দিয়েছে। তবে এখন নাকি পাকিস্তান সেই বিষয়ে ভাবনাচিন্তা করছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে।

যদিও বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে জানিয়েছেন, কুলভূষণের মা-কে ভিসা ও কনস্যুলার অ্যাকসেস দেওয়া নিয়ে পাকিস্তান নিজেদের অবস্থানে অনড় রয়েছে। তাহলে আসল ঘটনা কি, তা পরেই স্পষ্ট হবে।

গত সোমবার বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ নিজে চিঠি লিখে কুলভূষণের মা-কে ভিসা দিতে অনুরোধ করেন। সেই চিঠির প্রাপ্তিস্বীকারও এমনকী পাক বিদেশমন্ত্রী সরতাজ আজিজ করেননি বলে পরে টুইটারে ক্ষোভপ্রকাশ করেন সুষমা। তারপরই বরফ গলেছে বলে পাক সংবাদমাধ্যম দাবি করেছে।

English summary
The Pakistan Foreign Office on Thursday said they are considering granting visa to the mother of Kulbhushan Jadhav on the request made by Minister of External Affairs Sushma Swaraj, as reported by Pakistani media.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X