For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদেনকে মারার জন্য আমেরিকার সঙ্গে চুক্তি করে পাকিস্তান, দাবি মার্কিন সাংবাদিকের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৭ এপ্রিল : বহুদিন ধরে পাকিস্তান সরকারের বন্দি ছিল আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। পরে তাকে মারতে পাকিস্তান সরকারের সঙ্গে চুক্তি করে মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সঙ্গে চুক্তি হওয়ার পরই ওসামাকে খতম করে আমেরিকা। নিজের লেখা বইয়ে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন নামী মার্কিন সাংবাদিক সেইমর হার্শ। [কী দেখে ৯-১১ মার্কিন হামলার ছক মাথায় আসে বিন লাদেনের?]

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে সেনা এলাকায় এক বাংলোর মধ্যে ঢুকে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে খতম করে মার্কিন সেনার দল। [জেনে নিন ৯-১১-য় মার্কিন মুলুকে বীভৎস হামলার ইতিবৃত্ত]

'লাদেনকে মারার জন্য আমেরিকার সঙ্গে চুক্তি করে পাকিস্তান'

হার্শ জানিয়েছেন, গত একবছর ধরে তিনি যে সমস্ত নতুন প্রমাণ পেয়েছেন তাতে এই ধারণা তাঁর বদ্ধমূল হয়েছে। একইসঙ্গে তিনি আরও দাবি করেছেন, ২০০৬ সাল থেকেই পাকিস্তান সরকারের বন্দি হয়ে ছিল ওসামা বিন লাদেন। সৌদি আরবের মদতেই লাদেনকে বন্দি করা হয় বলে দাবি করেছেন বিখ্যাত সাংবাদিক হার্শ। [আল কায়েদার ম্যাগাজিনে ঠিক কেমন লেখা ছাপা হয়!]

তাঁর মতে, মার্কিন যুক্তরাষ্ট্র লাদেনকে খতম করতে পারবে। তবে এমনভাবে কাজটি করতে হবে যাতে মনে হয়, পাক সরকার বিষয়টি কোনওভাবেই জানত না। কারণ সেইসময়ে পাকিস্তানের উপরে কড়া নড়র ছিল ভারতের। তা থেকে বাঁচতেই পাকিস্তান সরকার আমেরিকাকে এই প্রস্তাব দেয়। আর তাতে রাজি হয় মার্কিন যুক্তরাষ্ট্র। [মহাত্মা গান্ধীকে 'অণুপ্রেরণা' হিসাবে ব্যাখ্যা করেছিলেন ওসামা বিন লাদেন!]

প্রসঙ্গত, গতবছরে এই একই দাবি হার্শ করেছিলেন। তবে আমেরিকার বড় সংবাদ প্রতিষ্ঠানগুলি কেউই তাঁর এই বক্তব্যকে মান্যতা দেয়নি। সেই বক্তব্যই ফের একবার নিজের লেখা বই 'দ্য কিলিং অব ওসামা বিন লাদেন'-এ প্রকাশ করেছেন তিনি।

English summary
Pak was aware of US operation that killed Osama: US Journalist
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X