For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওবামা ISIS-এর 'প্রতিষ্ঠাতা', হিলারি সহ-প্রতিষ্ঠাতা : মন্তব্য ট্রাম্পের!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ফ্লোরিডা, ১১ আগস্ট : বিতর্কের আর এক নাম ডোনাল্ড ট্রাম্প। ফের একবার তাঁর নিশানায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার তিনি অভিযোগ তোলেন আইএসআইএস জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা নাকি বারাম ওবামা। মন্তব্য প্রসঙ্গে কয়েক মুহূর্তবাদে ফের বলেন, ওবামার কিন্তু পুরো নাম বারাক হুসেন ওবামা, তা মনে রাখবেন। [৮০ জন আইএস সমর্থক ঘুরছে পশ্চিবঙ্গ জুড়ে, আইএস টার্গেটে রয়েছে বাংলা]

ফ্লোরিডায় একটি জনসভায় প্রচারে এসে তিনি সরাসরি বলেন, "আইএসআইএস-এর প্রতিষ্ঠা করেছেন বারাক ওবামা।" নিজের অভিযোগের গুরুত্ব বাড়াতে এই একই কথা তিনবার বলেন তিনি। [বারাক ওবামাকে বিয়ের প্রস্তাব জিম্বাবোয়ের রাষ্ট্রপতি মুগাবের]

ওবামা ISIS-এর 'প্রতিষ্ঠাতা', হিলারি সহ-প্রতিষ্ঠাতা : মন্তব্য ট্রাম্পের!

রিপাবলিকান দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার বিপক্ষ ডেমোক্র্যাটের হিলারি ক্লিন্টনের বিরুদ্ধেও জঙ্গি গোষ্ঠীর প্রতিষ্ঠা করার অভিযোগ তুলেছিলেন। এদিন সেই অভিযোগই সরে যায় ওবামার দিকে। পরে অবশ্য ট্রাম্প বিষয়টি স্পষ্ট করতে জানিয়ে দেন, 'কুটিল' হিলারি ক্লিন্টন আসলে এই ইসলামিক জঙ্গি সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা। [নিজের স্বামী বিল ক্লিন্টনকে পেটাতেন হিলারি ক্লিন্টন!]

হোয়াইট হাউস থেকে অবশ্য এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। [ওবামার মেয়েকে বিয়ে করার জন্য ৫০ টি গরু, ৭০টি ভেড়া ও ৩০টি ছাগল দেওয়ার প্রস্তাব কেনিয়ার আইনজীবীর]

উল্লেখ্য এই প্রথমবার নয়, এর আগেও ওবামাকে একইভাবে আক্রমণ করেছেন ট্রাম্প। কখনও অভিযোগ তুলেছেন, ওবামা মুসলমান, কখনও বলেছেন জঙ্গিদের প্রতি সংবেদনশীল ওবামা। তবে হোয়াইট হাউসের তরফে ট্রাম্পের মন্তব্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেই মনে করা হচ্ছে।

English summary
Obama ‘founder’ of Islamic State, Hillary co-founder: Donald Trump
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X