For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'উল্টে দেখুন পাল্টে গেছে' : 'লিও', 'ভার্গো', 'জেমিনি'... সব ওলটপালট! আপনার রাশিই বদলে দিল নাসা?

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২৮ সেপ্টেম্বর : সকাল বেলা কাগজ খুলেই "আজকের আপনার দিনটা কেমন যাবে" পড়ে বাড়ি থেকে বেড়িয়েছেন? তা পড়েছেন ঠিক আছে, মাথা থেকে বের করে দিন ওসব। কারণ যা পড়ে বেরিয়েছেন তা মেলার নয়। [মৃত্যুর পর ঠিক কী হয়? আপনি কি জানেন?]

আবার জিজ্ঞাসা করছেন কেন? আরে মশায়, আপনি যা ভাবছেন আপনি তা নন, আপনি যা তা আপনি নিজেকে ভাবছেন কই? সবই তো ওলটপালট হয়ে গিয়েছে। আপনার ভাগ্যদশাই যে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'নাসা' পাল্টে দিয়েছে। [সূর্যের চেয়ে আয়তনে ৬৬ কোটি গুণ বড় 'ব্ল্যাক হোল'!]

নাসা বলছে, আপনার রাশি যদি সিংহ হয় এখন তা পাল্টে গিয়ে কর্কট রাশি হয়ে যেতে পারে। বা ধরুন আপনি বৃষ রাশির জাতক কিন্তু আপনি এখন হয়ে গিয়েছেন মেষ রাশির জাতক। [ডাইনোসরদের অবলুপ্তির সময়ে আরও যেসব ঘটনা পৃথিবীতে ঘটেছিল!]

ভাবছেন, হয়তো নাসা জ্যোতির্বিজ্ঞান ছেড়ে কবে জ্যোতিষশাস্ত্রে চর্চা শুরু করল? না নাসা তাঁর ভূমিকা পরিবর্তন করেনি, আসলে নাসার জ্যোতির্বিজ্ঞানীরা বাতলেছেন অন্য অঙ্ক। [পৃথিবীতে মোট কত ধরনের প্রজাতি রয়েছে জানেন? জানলে চোখ কপালে উঠবে]

রাশিচক্রের হেরফের কীভাবে হল কীভাবে?

রাশিচক্রের হেরফের কীভাবে হল কীভাবে?

আসলে প্রচলিতভাবে আমাদের ১২টি রাশি রয়েছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। ইংরাজি জোডিয়াক চিহ্ন বললেও ১২টি হল অ্যারিস, টরাস, জেমিনি, ক্যানসার, লিও, ভার্গো, লিব্রা, স্কর্পিও, স্য়াজিটেরিয়াস, ক্যাপ্রিকর্ন, অ্যাকোয়ারিয়াস এবং পাইসেস।

ত্রয়োদশ জোডিয়াক সাইন

ত্রয়োদশ জোডিয়াক সাইন

কিন্তু বিজ্ঞানীদের কথায়, জোডিয়াক সাইন আসলে ১৩টি। ত্রয়োদশ জোডিয়াক সাইনটির নাম "ওফিউকাস"। এবার জোডিয়াক সাইন ১৩ হয়ে যাওয়ায় স্বভাবতই পুরো ছক টাই পাল্টে যাচ্ছে। ফলে গণনার ফল না মেলাটাই স্বাভাবিক।

কী বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা

কী বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা

জোডিয়াক সাইন কীভাবে নির্ধারণ করা হয়? জন্মের সময় যদি একটি সরলরেখা পৃথিবী থেকে টানা হয় যা সূর্যকে ভেদ করে সৌরজগতের বাইরে অবস্থিত নক্ষত্রপুঞ্জকে ধাক্কা দেবে, তাহলে যে নক্ষত্রপুঞ্জকে তা ধাক্কা দেয় তাই হয় জাতকের জোডিয়াক সাইন। তবে পৃথিবীর পাক খাওয়ার সঙ্গে সঙ্গে এই সরলরেখাও পাক খেতে খেতে এক নক্ষত্রপুঞ্জ থেকে অন্য নক্ষত্রপুঞ্জে ঘুরতে থাকে। সূর্যকে কেন্দ্রে রেখে এই নক্ষত্রপুঞ্জকে একটি বৃত্তে বাঁধলে যে চাকতিটি উৎপন্ন হবে তাই হল জোডিয়াক।

ব্যবিলনীয় সভ্যতায় জোডিয়াক সাইনের ইতিহাস

ব্যবিলনীয় সভ্যতায় জোডিয়াক সাইনের ইতিহাস

৩০০০ বছর আগে ব্যবিলনীয় সভ্যতায় জোডিয়াককে সমান ১২ ভাগে ভাগ করা হয়েছিল। যেমন করে পিৎজাকে সমান ১২ ভাগে ভাগ করা হয়। এখান থেকেই ১২টি নক্ষত্রপুঞ্জতে ভাগ করা হয়েছিল।

যদিও ব্যবিলনীয় সভ্যতার ইতিহাসেও ১৩টি জোডিয়াক সাইনের উল্লেখ রয়েছে। কিন্তু ১২টি সমান ভাগ করার জন্যই তারা ১টিকে বাদ রাখার পক্ষে সম্মতি দিয়েছিল। আর তাই হল "ওফিউকাস"।

তাই নাসার দাবি ভাগ্যচক্র বিচার করার সময় ১২ টি রাশি নয়, ১৩টি রাশি ধরেই গননা করা উচিত। না হলে গণনা সঠিক হবে না।

English summary
Not 12 There are 13 zodiac Sign said NASA, for that your Zodiac Sign May change
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X