For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর ছেড়ে দিলেই ভারতের সঙ্গে সমস্ত শত্রুতা চুকে যাবে : হাফিজ সঈদ

জম্মু ও কাশ্মীরের অধিকার ছেড়ে দিলেই ভারতের সঙ্গে সমস্ত শত্রুতা চুকে যাবে। লাহোরে নিজের বাড়িতে গৃহবন্দি থাকা অবস্থায় এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছে হাফিজ সঈদ।

  • |
Google Oneindia Bengali News

ইসলামাবাদ, ৯ ফেব্রুয়ারি : কয়েকদিন আগেই পাকিস্তানে গৃহবন্দি করা হয়েছে লস্কর ই তৈবা প্রধান তথা ২০০৮ মুম্বই হামলার মূল ষড়যন্ত্রী হাফিজ মহম্মদ সঈদকে। আর সেই গৃহবন্দি অবস্থাতেও কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে মৌখিক লড়াই জারি রেখেছে এই আন্তর্জাতিক সন্ত্রাসবাদী নেতা। [নাম বদলে ফেলল হাফিজ সঈদের 'জামাত উদ দাওয়া']

হাফিজ সঈদ জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের অধিকার ছেড়ে দিলেই ভারতের সঙ্গে সমস্ত শত্রুতা চুকে যাবে। লাহোরে নিজের বাড়িতে গৃহবন্দি থাকা অবস্থায় এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছে হাফিজ সঈদ। এর পাশাপাশি ফের একবার পাকিস্তান সরকার ও রাজনৈতিক দলগুলিকে ২০১৭ বছরটিকে 'কাশ্মীরের বছর' বলে তুলে ধরতেও আহ্বান জানিয়েছে। [জঈশ নয়, উরি হামলার পিছনে হাত ছিল লস্কর ই তৈবা জঙ্গিদের]

কাশ্মীর ছাড়লেই ভারতের সঙ্গে সমস্ত শত্রুতা শেষ : হাফিজ সঈদ

হাফিজ সঈদের সাক্ষাৎকারটি নিয়েছেন পাকিস্তানি অভিনেতা হামজা আলি। সেখানে দীর্ঘ বক্তব্য রেখে হাফিজ সঈদ কেন জঙ্গি নয় তা তিনি ব্যাখ্যা করেছেন। এই সাক্ষাৎকার ভিডিওটি কোনও চ্যানেলে দেখানো হয়নি। বদলে তা ইউটিউবে আপলোড করেছেন তিনি। [জঙ্গিরা কত মাস মাইনে পায়? মৃত জঙ্গির পরিবার কত ক্ষতিপূরণ পায়? জেনে নিন]

সেখানে নিজের স্বপক্ষে হাফিজ সঈদ বলেছেন, ভারতের জনগণের বিরুদ্ধে তার কোনও লড়াই নেই। সে শুধু চায় কাশ্মীরে অত্যাচার বন্ধ করুক ভারত। কাশ্মীরকে মুক্ত করুক। তাহলেই ভারতের সঙ্গে সমস্ত শত্রুতা নাকি চুকে যাবে। [এবারে পাকিস্তানে বাতিল হতে চলেছে ৫০০০ টাকার নোট]

হাফিজ সঈদের এটাও দাবি, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ চক্রান্ত করে মুসলমানদের বিরুদ্ধে সরব হয়েছে। সেক্ষেত্রে জনগণকে উসকে দেওয়ার জন্য মুখ হিসাবে হাফিজ সঈদকে ব্যবহার করা হচ্ছে। তাকে সন্ত্রাসবাদী বলে কলরব করে পিছনে কাশ্মীরবাসীর উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে ভারত। আর সেজন্য কাশ্মীরের স্বাধীনতার স্বপক্ষে সে লড়াই চালিয়ে যাচ্ছে ও আগামিদিনেও যাবে।

English summary
Days after he was placed under house arrest, Lashkar-e-Taiba founder Hafiz Saeed has said he would have no quarrel with India if it gave up control of Jammu and Kashmir.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X