For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লন্ডনে আগুন: 'আর কেউ বেঁচে থাকার আশা নেই' বলছে উদ্ধারকর্মীরা

পশ্চিম লন্ডনে গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবিত কাউকে পাবার আশা নেই-মত ফায়ার সার্ভিসের কর্তাদের। ওই ঘটনায় ১৭ জন নিহত হবার তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এখনো ভবনের অনেক বাসিন্দা নিখোঁজ।

  • By Bbc Bengali

ঘটনাস্থল পরিদর্শনের সময় টেরেজা মে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন
PA
ঘটনাস্থল পরিদর্শনের সময় টেরেজা মে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন

পশ্চিম লন্ডনে গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবিত কাউকে খুঁজে পাবার আর কোনো আশা নেই -বলছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

লন্ডন ফায়ার কমিশনার ড্যানি কটন বলছেন, নর্থ কেনসিংটনে অবস্থিত আগুনে পুড়ে যাওয়া গ্রেনফেল টাওয়ারের মধ্যেই হয়তো 'নিখোঁজ অনেকে রয়ে গেছেন'। এই সংখ্যাটা এখনো অজানা।

তবে 'আর কেউ বেঁচে নেই' বলে ধারণা উদ্ধারকর্মীদের।

ভবনে আগুন লাগার ঘটনায় ১৭ জন নিহত হবার তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এদিকে নিখোঁজ বাসিন্দাদের বিষয়ে সব জায়গায় খোঁজ চালাচ্ছেন স্বজন ও বন্ধুবান্ধবেরা।

ব্রিটেনের রানী এলিজাবেথ এ ঘটনায় দু:খ প্রকাশ করেছেন।

৭০ জনেরও বেশি মানুষকে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদের মধ্যে ১৮ জনের অবস্থা আশংকাজনক।

ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেজা মে বলেছেন "কিভাবে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তার পূর্ণ তদন্ত করা হবে।"

জানা গেছে, আগুন লাগার আগে নর্থ কেনসিংটনের ঐ ভবনটিতে সংস্কার কাজ চলছিল। সেসময় ভবনের বাসিন্দাদের অনেকেই গুরুতর অগ্নিকান্ডের ঝুঁকির ব্যাপারে কর্তৃপক্ষকে সাবধান করেছিলেন বলে জানা যাচ্ছে।

তবে, ঠিক কী কারণে এবং কিভাবে সেখানে আগুন লাগলো সে নিয়ে এখনো পর্যন্ত কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি।

English summary
No more survivors in London buliding fire, says police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X