For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘুমের পোশাকে সৌদি আরবের স্টেডিয়ামে যাওয়া নিষিদ্ধ

সৌদি আরবে পুরুষরা ঘরে যে ঢিলে-ঢালা পোশাক পরেন, যেটা অনেকটা ঘুমের পোশাকের মতো, সেটি পরে যেন কেউ স্টেডিয়ামে যেতে না পারেন সেজন্যেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

  • By Bbc Bengali

সৌদি আরবের ক্রীড়া কর্তৃপক্ষ তাদের স্টেডিয়ামগুলিতে 'অশালীন পোশাকে' কারও প্রবেশ নিষিদ্ধ করেছে।

গত ১০ই অক্টোবর এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

টুইটারে এই নিষেধাজ্ঞার খবরটি প্রায় ৬০ হাজার বার শেয়ার করা হয়।

সৌদি আরবে পুরুষরা ঘরে যে ঢিলে-ঢালা পোশাক করেন, যেটা অনেকটা ঘুমের পোশাকের মতো, সেটি পরে যেন কেউ স্টেডিয়ামে যেতে না পারেন সেজন্যেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

সৌদি সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে অবশ্য পরস্পর বিরোধী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

সৌদি ক্রীড়া কর্তৃপক্ষের তরফ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, যারা যথাযথ পোশাক না পরে স্টেডিয়ামে আসবে, তাদের যেন ঢুকতে দেয়া না হয়।

এতে বলা হয়, সৌদি ফুটবল ম্যাচগুলি যেহেতু লাইভ দেখানো হয় এবং বিভিন্ন বয়সের দর্শকরা দেখেন, সেই কারণে এই ব্যবস্থা।

টুইটারে কেউ কেউ স্টেডিয়ামে 'নিষিদ্ধ' ছবি শেয়ার করেছেন।

English summary
night suit is not allowed in saudi arab's stadium
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X