For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেনজির ভুট্টোর হত্যার ঘটনায় নয়া মোড়

  • |
Google Oneindia Bengali News

ইসলামাবাদ, ২৭ ফেব্রুয়ারি : প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যার ঘটনায় নয়া মোড়।

ঘটনায় যোগ রয়েছে খাইবার পাখ্তুনখোয়া প্রদেশের জনপ্রিয় ধর্মীয় শিক্ষাকেন্দ্র দারুল উলুম হাক্কানিয়ার ছাত্রদের। পাকিস্তানের সন্ত্রাস দমন আদালতকে একথাই জানানো হয়েছে বলে পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বেনজির ভুট্টোর হত্যার ঘটনায় নয়া মোড়


বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের ভিতরে বিশেষ আদালতে বিচারক পারভেজ ইসমাইলের এজলাসে বেনজির হত্যা মামলার শুনানি হয়।

দারুল উলুম হাক্কানিয়ার ডিরেক্টর উইসাল আহমেদ শুনানির সময় একথা স্বীকার করেন যে আত্মঘাতী জঙ্গি আবদুল্লা ওরফে সাদ্দাম নাদির এবং ধৃত রশিদ ও ফৈয়াজ মহম্মদ ওই ধর্মীয় শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করেছে। একইসঙ্গে ওই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সন্দেহভাজনদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগ অস্বীকার করে স্পষ্ট জানায়, জঙ্গি কার্যকলাপের সঙ্গে দারুল উলুম হাক্কানিয়ার কোনও সম্পর্ক নেই।

জুলফিকার আলি ভুট্টোর মেয়ে বেনজির ভুট্টো পাকিস্তানের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডির এক নির্বাচনী সমাবেশে আত্মঘাতী হামলায় নিহত হন তিনি। আত্মঘাতী হামলাকারিরা প্রথমে তাঁকে গুলি করে এবং পরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।

English summary
New turn in Benazir Bhutto's assassination
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X