For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত থেকে শ'য়ে শ'য়ে মানুষ পাকিস্তানি নাগরিকত্ব পাচ্ছেন, দাবি ইসলামাবাদের

পাঁচবছরে ২৯৮ জন ভারতীয়কে পাকিস্তান নাগরিকত্ব দিয়েছে বলে দাবি করেছে সেদেশের অভ্যন্তরীণ মন্ত্রক।

  • |
Google Oneindia Bengali News

গত পাঁচবছরে ২৯৮ জন ভারতীয়কে পাকিস্তান নাগরিকত্ব দিয়েছে বলে দাবি করেছে সেদেশের অভ্যন্তরীণ মন্ত্রক। ২০১২ সাল থেকে শুরু করে এবছরের এপ্রিল মাস পর্যন্ত সময় ধরে এই হিসাব দেওয়া হয়েছে।

গত সপ্তাহে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে পাকিস্তানের শাসক দল মুসলিম লিগ নওয়াজের তরফে শেখ রোহাইল অসগর জাতীয় সংসদে বহু ভারতীয়র পাকিস্তানি নাগরিকত্ব পাওয়ার বিষয়টি জানিয়েছেন।

ভারত থেকে শ'য়ে শ'য়ে মানুষ পাকিস্তানি নাগরিকত্ব পাচ্ছেন, দাবি ইসলামাবাদের

পাকিস্তানে সংবাদপত্র এক্সপ্রেস ট্রাইবুন অনুযায়ী, ২০১২ সালে ৪৮ জন ভারতীয় উদ্বাস্তুকে পাকিস্তান নাগরিকত্ব দেয়। ২০১৩ সালে ৭৫জন ও ২০১৪ সালে ৭৬ জনকে পাক নাগরিকত্ব দেওয়া হয়। এরপরে ২০১৫ সালে ১৫ জনকে ও ২০১৬ সালে ৬৯ জনকে পাক নাগরিকত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি এবছরের এপ্রিল পর্যন্ত মোট ১৫ জন ভারতীয় পাকিস্তানের নাগরিক হয়েছেন।

পাকিস্তান সরকারের দাবি, সেদেশের নাগরিকত্ব পাওয়া বেশ কঠিন কাজ। তবে বিশেষ করে ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার থেকে বহু মানুষ এদেশে এসে অবৈধভাবে বাস করছেন। সেই সংখ্যাটা যাচাই করে আবেদন করা ব্যক্তিদের মধ্যে অনেককেই দেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে।

English summary
Pakistan has granted nationality to at least 298 Indian emigrants in the last five years, according to the interior ministry statement.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X