For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যবসার জন্য দেশে ৭০০০ সংস্কার হয়েছে, মার্কিন বাণিজ্য কর্তাদের বৈঠকে বললেন মোদী

মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ২১ টি কর্পোরেট সংস্থার প্রধানদের সঙ্গে রবিবার বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ২১ টি কর্পোরেট সংস্থার প্রধানদের সঙ্গে রবিবার বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুগল , অ্যডোবি, অ্যাপল,জনসন অ্যান্ড জনসনের মতো একাধিক ব্র্যান্ডের সিইওদের সঙ্গে বৈঠকে 'মেক ইন ইন্ডিয়া'-র ইতিবাচক দিক তুলে ধরেন।

ব্যবসার জন্য দেশে ৭০০০ সংস্কার হয়েছে, মার্কিন বাণিজ্য কর্তাদের বৈঠকে বললেন মোদী

বিশ্বের বড় অংশের বাণিজ্যে যাঁরা বড় অংশ দখ করে রয়েছেন, সেই ২১ টি সংস্থার প্রধানরাই এদিন মোদীর সভায় হাজির ছিলেন। মোদী তাঁদের ভারতের অর্থনৈতিক অবস্থার বিষয়ে বলবার পাশপাশি , জিএসটির বিষয়েও অবহিত করেন। ব্যবসা করার পথ সুগম করতে তাঁর সরকার ৭০০০টি সংস্কারমূলক সিদ্ধান্ত নিয়েছে, বলে মোদী তাঁদের জানিয়েছেন।

এই আলোচনা চলে প্রায় ৯০ মিনিট ধরে। বৈঠকে ছিলেন গুগলের সুন্দর পিচাই, অ্যাপলের টিম কুক, সিসকোর জন চেম্বার্স, আমাজনের জেফ বেজোস প্রমুখ ২০টি সেরা কর্পোরেট সংস্থার কর্তাব্যক্তিরা। সভায় মোদী জানান, ব্যবসার জন্য অনূকূল আর্থিক পরিবেশ রয়েছে ভারতে। ব্যাবসার ক্ষেত্রে প্রশাসনিক হস্তক্ষেপ প্রায় বন্ধ। ফলে সবমিলিয়ে মার্কিন বিনিয়োগ টানতে এদিনের সভায় মরিয়া চেষ্টা চালান মোদী।

English summary
Prime Minister Narendra Modi spent the first day of his US visit in meeting top industry titans and then the Indian community in the America. While he billed India's business-friendly face to the roundtable of 21 CEOs, highlighting reforms like the Goods and Services Tax or GST .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X