For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'তুমি কি মুসলিম?', মহম্মদ আলির ছেলেকে ফ্লোরিডায় আটক করে জিজ্ঞাসা অভিবাসন আধিকারিকের

ফ্লোরিডার বিমানবন্দরে আটক করা হল কিংবদন্তী বক্সার প্রয়াত মহম্মদ আলির ছেলে মহম্মদ আলি জুনিয়রকে। অভিবাসন দফতরের এক আধিকারিক তাঁকে জিজ্ঞাসা করেন, 'তুমি কি মুসলিম?'

Google Oneindia Bengali News

নিউ ইয়র্ক, ২৫ ফেব্রুয়ারি : ফ্লোরিডার বিমানবন্দরে আটক করা হল কিংবদন্তী বক্সার প্রয়াত মহম্মদ আলির ছেলে মহম্মদ আলি জুনিয়রকে। ঘটনাটি ঘটেছে চলতি মাসের গোড়ার দিকে। অভিবাসন দফতরের তরফে তাঁকে আটক করা হয়। অভিবাসন দফতরের এক আধিকারিক তাঁকে জিজ্ঞাসা করেন, 'তুমি কি মুসলিম?'[মার্কিন বিমানবন্দরে ফের আটক বলিউড সুপারস্টার শাহরুখ খান!]

মা খালিলা কামাকো আলির সঙ্গে মহম্মদ আলি জুনিয়ার জামাইকা থেকে একটি অনুষ্ঠান সেরে ফিরছিলেন। ৭ ফেব্রুয়ারি ফ্লোরিডা বিমানবন্দরে তাদের নাম শুনেই তাদের অভিবাসন দফতরের তরফে আটকানো হয়। আজ শনিবার একথা জানান মহম্মদ আলির পারিবারিক বন্ধু ও আইনজীবী ক্রিস ম্যানকিনি।[(ছবি) বিয়ের পর গৌরীকে 'বোরখা' পরতে বলেছিলেন শাহরুখ, বলেছিলেন নাম বদলাতেও?]

'তুমি কি মুসলিম?', মহম্মদ আলির ছেলেকে ফ্লোরিডায় আটক করে জিজ্ঞাসা অভিবাসন আধিকারিকের

প্রাক্তন স্বামী মহম্মদ আলির সঙ্গে নিজের ছবি দেখানোর পরই কামাকো আলিকে যেতে দেন অভিবাসন আধিকারিকরা। কিন্তু মহম্মদ আলি জুনিয়রকে আটকে প্রায় ২ ঘন্টা টানা জেরা করা হয়। এবং বারবার তাঁকে জিজ্ঞাসা করা হয়, "এই নাম কোথা থেকে পেয়েছ তুমি? তুমি কি মুসলমান?"["মুসলমান পুরুষরা কর্মহীন, বাড়িতে বসে তাই সন্তানের জন্ম দিয়ে চলেছে"]

আলি জুনিয়র আধিকারদের জানান তিনি মুসলিম। এরপর তাকে তাঁর ধর্ম নিয়ে প্রশ্ন করা হয়, কোথায় তার জন্ম তা জানতে চাওয়া হয়। এই ঘটনায় যথেষ্ট বিরক্ত হয়েছেন আলি জুনিয়র ও তাঁর পরিবার। এই ঘটনার প্রেক্ষিতে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে আলির পরিবার।[সোস্যাল মিডিয়ায় 'নীতি পুলিশ'-এর শিকার মীর, দিলেন উপযুক্ত জবাব]

আলি পরিবারের আইনজীবী ম্যানকিনি বলেন, "এতবছর ধরে আলি ও তাঁর পরিবারে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘন ঘন যাতায়াত করেন, কিন্তু এর আগে কখনও এমন অভিজ্ঞতা হয়নি তাদের। তাই বিষয়টি পরিষ্কার যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রপতি ট্রাম্পের মুসলিম নিষিদ্ধ করার প্রচেষ্টারই ফল এই হেনস্থা। "

English summary
Muhammad Ali's son detained by immigration, asked "are you a Muslim"
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X