For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি', টাইম ম্যাগাজিনের সমীক্ষায় সবচেয়ে এগিয়ে নরেন্দ্র মোদী

বিখ্যাত টাইম ম্যাগাজিনের 'টাইমস পার্স অব দ্য ইয়ার' অনলাইন পাঠক সমীক্ষায় এবছর সবচেয়ে এগিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

নিউ ইয়র্ক, ২৯ নভেম্বর : বিখ্যাত টাইম ম্যাগাজিনের 'টাইমস পার্স অব দ্য ইয়ার' অনলাইন পাঠক সমীক্ষায় এবছর সবচেয়ে এগিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনও পর্যন্ত তিনি পিছনে ফেলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প, বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা ও রাশিয়ার রাষ্ট্রপতি ভ্রাদিমির পুতিনকে।

এই একটি কারণে সকলে নরেন্দ্র মোদীর প্রশংসা পঞ্চমুখ হতেই পারেন

টাকা বাতিলের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে এই ক্ষেত্রগুলিতে!

এই নিয়ে পরপর চারবছর 'টাইমস পার্স অব দ্য ইয়ার' এর দৌড়ে একেবারে প্রথমদিকে নাম রয়েছে নরেন্দ্র মোদীর। মার্কিন এই বিখ্যাত পত্রিকা প্রতিবছর সমীক্ষার মাধ্যমে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির নাম ঘোষণা করে। এমন মানুষ যারা সারা দুনিয়া ও সংবাদমাধ্যমের জগতকে প্রভাবিত করেছে।

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, টাইমের বিচারে এগিয়ে মোদী

প্রতিবছর টাইমের সম্পাদকেরা ঠিক করেন কোন বিশ্ব নেতা, রাষ্ট্রপতি, বিক্ষোভকারী, মহাকাশকারী, পপ গায়ক সহ একাধিক পেশার মানুষ এই তালিকায় থাকবেন। এরপরে পাঠকদের ভোট বা মতামত চাওয়া হয়, কে হবেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষ সেই বিষয়ে।

কংগ্রেস ২৫ পয়সা বন্ধ করেছে, আমি আমার যোগ্যতায় হাজার টাকা বাতিল করেছি : মোদী

টাইমের মতে, পাঠকদের মতামত এই তালিকা তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপাতত প্রথম পর্বের ভোটে ২১ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে দিয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।

কীভাবে কালো টাকা ধরতে 'সিক্রেট অপারেশন' চালিয়েছেন, খোলসা করলেন প্রধানমন্ত্রী মোদী

মোদীর চেয়ে ৬ শতাংশ ভোট কম পেয়ে পিছিয়ে রয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। এদিকে ওবামার চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে রয়েছেন মোদী। এখন দেখার ৪ ডিসেম্বর ভোটিং শেষ হওয়ার দিন পর্যন্ত মোদী এই লিড ধরে রাখতে পারেন কিনা।

প্রসঙ্গত, এবছর মোদী-পুতিন-ট্রাম্প-ওবামা ছাড়াও প্রভাবশালীদের দৌড়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন, এফবিআই প্রধান জেমস কোমি, অ্যাপল সিইও টিম কুক, দক্ষিণ কোরিয়ার শাসক কিং জং উন, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, চিনা রাশ্ট্রপতি জি জিনপিং প্রমুখ।

English summary
Modi leads Trump, Putin in Time's 'Person of the Year' poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X