For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মৈত্রী বাড়াতে চিনা মাইক্রো ব্লগিং সাইটে অ্যাকাউন্ট খুললেন নরেন্দ্র মোদী

  • |
Google Oneindia Bengali News

বেজিং, ৫ মে : প্রতিবেশী দেশের সঙ্গে মৈত্রী বাড়াতে এবার চিনের স্যোশাল নেটওয়ার্কিং মাইক্রো ব্লগিং সাইট 'সিনা ওয়েইবো'-তে অ্যাকাউন্ট খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই প্রথম ভারতের কোনও রাষ্ট্রনেতা এমন নজিরবিহীন পদক্ষেপ করলেন। এই মাসেরই ১৪ তারিখ পারস্পরিক মৈত্রী ও বাণিজ্যিক আদানপ্রদানকে বাড়াতে চিন সফরে যাবেন নরেন্দ্র মোদী। তার আগে সেদেশের আমজনতাকে পাশে পেতেই এমন সুচারু পদক্ষেপ বলে মত আমজনতার।

মৈত্রী বাড়াতে চিনা মাইক্রো ব্লগিং সাইটে অ্যাকাউন্ট খুললেন নরেন্দ্র মোদী


বেজিংয়ের দূতাবাসের তরফে মোদীর এই অ্যাকাউন্টের সত্যতা স্বীকার করা হয়েছে। অ্যাকাউন্ট খোলার পর চিনা ভাষায় একটু পোস্ট-ও করেন 'টেক স্যাভি' নরেন্দ্র মোদী। সঙ্গে সঙ্গেও ফলোয়ার তৈরি হতে শুরু করে তাঁর পেজের। সংখ্যাটা কয়েক হাজার ছাড়িয়ে যায়। মোদীজির পোস্টটি শেয়ার করেন বহু ওয়েইবো ব্যবহারকারী।

কেউ কেউ বিশ্বাস করতে পারছিলেন না যে ভারতীয় হয়ে নরেন্দ্র মোদী কীভাবে চিনা ভাষায় কমেন্ট পোস্ট করছেন। এই অ্যাকাউন্টটির বিশ্বাসযোগ্যতা নিয়েও অনেকে প্রশ্ন তোলেন। তবে ভারতীয় দূতাবাসের তরফে মোদীজির অ্যাকাউন্টটির সত্যতা স্বীকার করা হয়।

সীমান্ত সমস্যা তথা বাণিজ্য বিষয়ে গণপ্রজাতন্ত্রী চিনকে আরও পাশে পেতেই ফেসবুক, টুইটারের পর 'ওয়েইবো' নামের চিনা স্যোশাল নেটওয়ার্কিং সাইটে মোদীজি অ্যাকাউন্ট খুলেছেন বলে মত ওয়াকিবহাল মহলের।

প্রসঙ্গত, ইউটিউব, ফেসবুক, টুইটারের মতো জনপ্রিয় স্যোশাল নেটওয়ার্কিং সাইটগুলি চিনে নিষিদ্ধ। সেখানে এই ওয়েইবোর মতো চিনা স্যোশাল নেটওয়ার্কিং সাইটগুলিকে চলার অনুমতি দিয়েছে সেদেশের সরকার।

English summary
PM Modi debuts on 'Sina Weibo', the Chinese micro blogging site
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X