For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিস ইউনিভার্স ২০১৭ হলেন ফরাসি সুন্দরী আইরিস

মিস ইউনিভার্স ২০১৭ খেতাব পেলেন আইরিস মিত্তেনায়ের। তিনি হারালেন হাইতির রাকেল পেলিসিয়ের ও কলম্বিয়ার আন্দ্রেয়া তোভারকে। হাইতির রাকেল পেলিসিয়ের দ্বিতীয় ও কলম্বিয়ার আন্দ্রেয়া তোভার দ্বিতীয় স্থান পেয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

মানিলা, ৩০ জানুয়ারি : হাইতি, কলম্বিয়া ও ফ্রান্সের তিন সুন্দরী শেষ তিনে পৌঁছেছিলেন। তবে শেষপর্যন্ত বাকী দুজনকে হারিয়ে মিস ইউনিভার্স ২০১৭ খেতাব পেলেন আইরিস মিত্তেনায়ের। তিনি হারালেন হাইতির রাকেল পেলিসিয়ের ও কলম্বিয়ার আন্দ্রেয়া তোভারকে।[(ছবি) যে বদ অভ্যাসের ফলে চুল পাতলা হয়ে যায়]

হাইতির রাকেল পেলিসিয়ের দ্বিতীয় ও কলম্বিয়ার আন্দ্রেয়া তোভার দ্বিতীয় স্থান পেয়েছেন।[আপনার চুল কি ঢেউ খেলানো? এই হেয়ারস্টাইলগুলো তবে পারফেক্ট!]

মিস ইউনিভার্স ২০১৭ হলেন ফরাসি সুন্দরী আইরিস

মিত্তেনায়ের (২৪) ডেন্টাল সার্জারির ছাত্রী। তিনি মিস ইউনিভার্স মঞ্চে দাঁড়িয়ে দাঁত ও মুখের স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধি নিয়ে নিজের ইচ্ছের কথা তুলে ধরেন। এছাড়া প্রশ্নোত্তর পর্বে জবাব দেওয়ার সময়ে ফরাসি বিশ্বসুন্দরী ফ্রান্সের উন্মুক্ত সীমান্ত ও উদ্বাস্তু জনসংখ্যা নিয়ে সরকারের মনোভাবের প্রশংসা করেন।[(ছবি) চুল পড়া নিয়ে এই তথ্যগুলি নিশ্চিত আপনি জানেন না!]

প্রতিযোগিতার বাকী দুই শীর্ষবাছাই হাইতির পেলিসিয়ের-ও (২৩) বিচারকদের একইভাবে মুগ্ধ করেছেন। ২০১০ সালে হাইতিতে যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল তা পেলিসিয়েরকে মানুষ হিসাবে আরও পরিণত করে তুলেছে বলে তিনি জানিয়েছেন।[(ছবি) চুলে আইশ্যাডো, চোখে পাউডার, দাঁতে চারকোল! একগুচ্ছ মজাদার বিউটি টিপস]

এই সুন্দরী প্রতিযোগিতায় প্রথম ১৩ ফাইনালিস্ট ছিলেন কেনিয়া, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পেরু, পানামা, কলম্বিয়া, ফিলিপিন্স, কানাডা, ব্রাজিল, ফ্রান্স, হাইতি, থাইল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে।[ধূমপান আপনার সৌন্দর্যে কী কী প্রভাব ফেলতে পারে জানেন কি?]

English summary
Of the three Miss Universe finalists — Miss France Iris Mittenaere, Miss Haiti Raquel Pelissier and Miss Colombia Andrea Tovar — only one could take home the crown. The honors went to Miss France, with Pelissier named the competition's first runner-up and Tovar the second-runner-up.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X