For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাবুল ভারতীয় দূতাবাসের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত অন্তত ৮০

আফগানিস্তানের কাবুলে ভারতীয় দূতাবাসের বাইরে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এপি।

  • |
Google Oneindia Bengali News

আফগানিস্তানের কাবুলে ভারতীয় দূতাবাসের বাইরে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে বলে খবর পাওয়া গিয়েছে। তবে দূতাবাসের কোনও ভারতীয় কর্মীই আহত হননি। তবে ঘটনায় অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এপি। আহত হয়েছেন ৩৫০ জন।

রিপোর্ট বলছে, যে এলাকায় বিস্ফোরণ হয়েছে সেখানে পরপর বেশ কয়েকটি দেশের দূতাবাস রয়েছে। ফলে এলাকাটিতে উচ্চ নিরাপত্তা বলয় থাকে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বিল্ডিংয়ের জানালা-দরজার কাঁছ ভেঙে টুকরো হয়ে গিয়েছে।

কাবুল ভারতীয় দূতাবাসের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ, ঘটনায় নিহত অন্তত ৫০

ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে কাবুলে ভারতীয় দূতাবাসের সমস্ত কর্মী সুরক্ষিত রয়েছেন। কারও কোনও ক্ষতি হয়নি। তবে দূতাবাসের জানালায় কাঁচ ভেঙে গিয়েছে।

বলা হচ্ছে, পাশের জার্মান দূতাবাসের গেটে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এই বিস্ফোরণের টার্গেট কী ছিল তা এখনও স্পষ্ট নয়। কোনও জঙ্গি গোষ্ঠী এখনও এর দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, নরেন্দ্র মোদী ইউরোপ সফরে গিয়েছেন। মঙ্গলবার তিনি জার্মান সফরে ছিলেন। এদিন তিনি স্পেনে উড়ে গিয়েছেন। তার সফরের মধ্যেই এভাবে জার্মান-ভারতীয় দূতাবাসের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

English summary
Massive blast near Indian embassy in Kabul, 50 dead
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X