For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঝ আকাশে তাণ্ডব চালানো যাত্রীকে সিটে বেঁধে নামিয়ে আনা হল মাটিতে

দুবাই থেকে নয়াদিল্লি আসার পথে এক যাত্রীকে সিটে বেঁধেই মাঝ আকাশ থেকে মাটিতে নামিয়ে আনা হল। মঙ্গলবার ইন্ডিগোর ৬ই-০২৪ বিমানে এই ঘটনাটি ঘটেছে।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৫ জানুয়ারি : দুবাই থেকে নয়াদিল্লি আসার পথে এক যাত্রীকে সিটে বেঁধেই মাঝ আকাশ থেকে মাটিতে নামিয়ে আনা হল। মঙ্গলবার ইন্ডিগোর ৬ই-০২৪ বিমানে এই ঘটনাটি ঘটেছে। সহযাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করেই এই ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থা।

কিন্তু কেন এভাবে সিটে বেঁধে নামিয়ে আনা হল এক যাত্রীকে? সূত্রের খবর, মাঝ আকাশে হঠাৎ করেই আক্রমণাত্মক হয়ে ওঠেন ওই ব্যক্তি। দুবাই থেকে বিমান আকাশে উড়তেই চিৎকার করা, সহযাত্রীদের ধাক্কা দেওয়া ও বিমানে দৌড়াদৌড়ি শুরু করেন তিনি।

মাঝ আকাশে তাণ্ডব চালানো যাত্রীকে সিটে বেঁধে নামিয়ে আনা হল মাটিতে

পরে বিমান রাত ১০টা ৪০ মিনিট নাগাদ দিল্লিতে অবতরণ করতেই অভিযুক্ত ব্যক্তিকে সিআইএসএফের সাহায্য নিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্ত যাত্রী নিরাপত্তা বিধি মানেননি বলে অভিযোগ পুলিশের। তবে কেন তিনি মাঝ আকাশে বিমানে উন্মাদের মতো আচরণ করেছেন তারও কোনও সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

তিনি মানসিকভাবে বিধ্বস্ত নাকি নেশার ঘোরে এই কাণ্ড ঘটিয়েছেন তাও অজানা রয়ে গিয়েছে। কারণ জানতে অভিযুক্ত বিমানযাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। সেই রিপোর্ট হাতে এলেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

বিমান সংস্থা সূত্রে জানানো হয়েছে, বিমানে অভব্য আচরণ করার কারণেই সেই যাত্রীকে সিটে আটকে বেঁধে রাখা হয়েছিল যাতে বাকী যাত্রীরা সকলে সুস্থ ও নিরাপদে যাত্রা করতে পারেন। বিমানযাত্রার বিধি মেনেই এমনটা করা হয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থা।

প্রসঙ্গত, ইন্ডিগো বিমানে এই ঘটনার আগের দিন এয়ার ইন্ডিয়ার এক বিমান সেবিকা মুসকাটের এক যাত্রীর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ করেন। তারপরই এই ঘটনা ঘটল ইন্ডিগোর বিমানে।

English summary
man flies from Dubai to Delhi tied to seat for his mid-air ruckus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X