For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের যাবতীয় লাইভ আপডেট দেখুন এখানে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ওয়াশিংটন, ৮ নভেম্বর : প্রথম থেকে জনমত সমীক্ষায় পিছিয়ে থেকেই শেষ রাতে বাজি মারলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট ভক্তদের স্বপ্ন ভেঙে দিলেন ট্রাম্প। হিলারি ক্লিন্টকে উল্লেখযোগ্য ব্যবধানে হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি হলেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন নির্বাচন নিয়ে এই মজার অথচ গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনি নিশ্চিত জানেন না

২৭৬-২১৮ ব্যবধানে জিতলেন ট্রাম্প। নির্বাচনের যাবতীয় খুঁটিনাটি জানতে চোখ বুলিয়ে নিন মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের এই আপডেটে।

হিলারিকে হারিয়ে ৪৫তম মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প

লাইভ আপডেট

  • ম্যাজিক ফিগার টপকে ২৮৯-এ শেষ করলেন ডোনাল্ড ট্রাম্প। হিলারি শেষ করলেন ২১৮-এ।
  • মার্কিন যুক্তরাষ্ট্র পেয়ে গেল উপরাষ্ট্রপতি মাইক পেন্সকে। জয়ের পরে মন্তব্য রাখলেন তিনি।
  • ভারতীয় সময় দুপুর ১ টা পর্যন্ত ডোনাল্ডা ট্রাম্প হিলারি টপকে ২৬৬-২১৮ ব্যবধানে এগিয়ে। ম্যাজিক ফিগারের একেবারে কাছে চলে এসেছেন ট্রাম্প।

  • উইসকনসিন এও জিতলেন ডোনাল্ড ট্রাম্র। এখানে ১০টি ইলেক্টরাল আসন।
  • তবে কি মার্কিন রাষ্ট্রপতি হওয়ার পথেই ডোনাল্ড ট্রাম্প? হ্যাঁ, অনেকটাই তাই। পেনসিলভেনিয়া ও মিশিগানে মিলিতভাবে ৩৬টি ইলেক্টরাল ভোট রয়েছে। যদি এই দুই জায়গায় জিততে পারেন ট্রাম্প তাহলেই মার্কিন মুলুকের আগামী রাষ্ট্রপতি হবে ট্রাম্প।
  • প্রতিনিধিসভা ২২৩টি আসন রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। সেনেটে ৪৮টি আসন জিতেছে এই দল সেখানে ডেমোক্রেকেটর রয়েছে ৪৬টি আসন।
  • নেভেদায় জয়ী হলেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন।
  • মিশিগান আর একটি রাজ্য যেখানে হিলারি ও ট্রাম্পের জোরদার লড়াই চলছে। এখানে ১৬টি ইলেক্টরাল ভোট রয়েছে।
  • ডোনাল্ড ট্রাম্পের জয়ের ব্যবধান বেশি থাকায় কানাডার অভিবাসন দফতরের সাইট ধসে গিয়েছে বলে মনে করা হচ্ছে।
  • কিছুটা তফাৎ মেটাতে সক্ষম হলেন হিলারি। এখনও ২৩৮-২১৫ ব্যবধান পিছিয়ে রয়েছেন হিলারি।
  • ইন্দো আমেরিকান কমলা হ্যারিশ ইতিহাস সৃষ্টি করলেন, ক্যালিফোর্নিয়ায় মার্কিন সেনেটের আসন জিতলেন।
  • ইন্দো আমেরিকান ব্যবসায়ী সলভ কুমার বলেন, ওহিও, উত্তর ক্যারোলিনা এবং ফ্লোরিডা ট্রাম্পকে সমর্থন জানিয়েছে। এবার আমরা চাইছি 'অবকি বার ট্রাম্প সরকার'।
  • জর্জিয়াতেও জিতলেন ডোনাল্ড ট্রাম্প। ২৪৪-২০৯ ব্যবধানে এগিয়ে তিনি।
  • হিলারিকে ছাড়িয়ে এখনও এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রা্ম্প। ২২২-২০৯ ব্যবধানে এগিয়ে তিনি।
  • অরিগনে ৭টি ইলেক্টরাল ভোট পেয়ে জিতলেন হিলারি।
  • ম্যাজিক ফিগার ২৭০-এর দিকে আরও অনেকটা এগিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। আপাতত তিনি দাঁড়িয়ে ২১৬তে। অন্যদিকে হিলারি পেয়েছেন ১৯৭ ইলেক্টরাল ভোট। ম্যাজিক খিগার থেকে আর ৫৪ দূরে ট্রাম্প।
  • হিলারিকে ছাড়িয়ে এগিয়ে গেলেন ডোনাল্ড ট্রা্ম্প। ১২৭-৯৭ ব্যবধানে এগিয়ে তিনি।
  • ফ্লোরিডা, ওহায়ো, ভার্জিনিয়া, উত্তর ক্যারোলাইনার মতো গুরুত্বপূর্ণ প্রদেশে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প।
  • উত্তর ও দক্ষিণ ডাকোটা, কানসাস, টেক্সাসে জিতলেন ডোনাল্ড ট্রাম্প। হিলারি জিতলেন নিউ ইয়র্ক আসনে।
  • মিসিসিপিতে ৬টি ইলেক্টরাল ভোটে জিতলেন ডোনাল্ড ট্রাম্প। আপাতত ব্যবধান কমে দাঁড়াল ৬৮-৬৬।
  • রোড আইল্যান্ডে জয়ী হলেন হিলারি ক্লিন্টন। এমনটাই খবর সংবাদসংস্থা এপি সূত্রে।
  • গোটা পরিস্থিতিটাই ফুটবল ম্যাচের মতো। আমার যেকোনও সময় হার্ট অ্যাটাক হতে পারে। এমনটাই মন্তব্য করেছেন রিপাবলিকান মাইক গার্সিয়া।
  • ৭১ শতাংশ ভোটার ভোট দেওয়ার আগে ট্রাম্পের মহিলাদের প্রতি আচরণ নিয়ে ভাবনাচিন্তা করেছেন বলে জানাল একটি সমীক্ষা।
  • দক্ষিণ ক্যারোলাইনা আসনে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনটাই বলছে সংবাদসংস্থা এপি সূত্রের খবর।
  • ক্যালিফোর্নিয়ার আজুসায় পোলিং বুথের সামনে চলল গুলি। মৃত ১, আহত ৩।
  • ইলেক্টরাল কলেজে ৬৮-৪৮ এ এগিয়ে রয়েছেন হিলারি।
  • পশ্চিম ভার্জিনিয়ায় জিতলেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও দক্ষিণ ক্যারোলিনায় হিলারিকে টেক্কা দিলেন ট্রাম্প।
  • ইন্ডিয়ানা, কেনচুকিতে জিতলেন ডোনাল্ড ট্রাম্প, ভারমন্টে ক্লিন্টন।
  • নিউ ইয়র্কে নিজের মতদান করলেন ডেমোক্র্যাটদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিলারি ক্লিন্টন।
  • ডেমোক্র্যাটদের উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী টিম কেইন নিজের স্ত্রী অ্যানি হলটনকে নিয়ে ভোট দিয়ে এলেন।
  • ট্রাম্প ও হিলারি দুজনেই আমেরিকানদের ভোট দেওয়ার আর্জি জানালেন। হিলারি বললেন, আজ নির্বাচনের দিন। ইতিহাস গড়ুন। এদিকে ট্রাম্প তাঁর ট্রেডমার্ক বাক্যবন্ধনী ব্যবহার করেছেন টুইটে, 'লেটস মেক আমেরিকা গ্রেট এগেইন'।
  • মার্কিন যুক্তরাষ্ট্র সীমান্তের মেক্সিকানরা ভয় পাচ্ছেন রিপাবলিকান রাষ্ট্রপতি পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম জয়ী হয়ে নয়া মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হলে অর্থনৈতিক পরিকাঠামোর বিপর্যয় ঘটবে।
  • এখনও আমেরিকার ভোট শুরু না হলেও নিউ হ্যাম্পশায়ারের তিনটি কেন্দ্রের ভোটগণনা হয়েছে। ডিক্সভিলে নচ, হার্টস লোকেশন এবং মিলসফিল্ডে হয়েছে ভোটগ্রহণ। এর মধ্যে প্রথম দুটিতে যথাক্রমে ৪-২ ও ১৭-১৪ ভোটে জিতেছেন হিলারি ক্লিন্টন। তবে মিলসফিল্ডে ১৬-৪ ভোটে জিতেছেন ট্রাম্প। অর্থাৎ তিনটি কেন্দ্র মিলিয়ে ৩২-২৫ এ এগিয়ে রয়েছেন ট্রাম্প।
  • হিলারি ক্লিন্টন রাষ্ট্রপতি হওয়ার জন্য বিল ক্লিন্টনের চেয়েও যোগ্য: বারাক ওবামা।
  • এদিনের নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজ্যের আধিকারিকরা। তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত পুলিশ ও প্রশাসন।
  • বিভেদ ও ঐক্যের মধ্যে একটা বিকল্প বেছে নিতে হবে : হিলারি ক্লিন্টন।
English summary
All the live updates realted with US Presidential Elections 2016 here
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X