For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০০৮ মুম্বই হামলার অন্যতম যড়যন্ত্রী জঙ্গি ধরা পড়ল পাকিস্তানে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ইসলামাবাদ, ৫ অগাস্ট : ২০০৮ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত এক ব্যক্তি গ্রেফতার হল পাকিস্তানে। মুম্বই হামলা নিয়ে বারবারই অস্বীকার করে এসেছে পাকিস্তান। সেই ভয়াবহ জঙ্গি হামলায় মোট ১৬০ জনের প্রাণ গিয়েছে। আহত হন ৩০৮ জন। [ভারতের শীর্ষ আমলাদের ছল করে পাকিস্তানে আটকে রেখে মুম্বই হামলা চালায় পাক জঙ্গিরা]

সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত সুফিয়ান জাফরকে গ্রেফতার করা হয়েছে। এই জঙ্গি প্রধান অভিযুক্তদের অন্যতম হামাদ আমিন সাদিককে আর্থিকভাবে সাহায্য করেছিল। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। [২০০৮ মুম্বই হামলায় জঙ্গি প্রশিক্ষণ হয়েছিল কোথায়]

২০০৮ মুম্বই হামলার অন্যতম যড়যন্ত্রী জঙ্গি ধরা পড়ল পাকিস্তানে

পাকিস্তানের সন্ত্রাসবাদ-বিরোধী আদালতে অভিযুক্ত জাফরের বিচার চলবে। পাকিস্তানের ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সির ডিরেক্টর মাঝহার কাকাখেল এই গোটা বিষয়টির তদন্তের দায়িত্বে রয়েছেন বলে জানা গিয়েছে। [ঠিক কীভাবে ২৬-১১ মুম্বই হামলা চালায় পাক জঙ্গিরা]

মুম্বই হামলা নিয়ে পাকিস্তান সরকার ভারতের সঙ্গে বারবারই অসহযোগিতা করে এসেছে। যদিও পাকিস্তানি জঙ্গিরাই এদেশে এসে হামলা চালিয়ে এতগুলি নিরীহ মানুষের প্রাণ নিয়েছে। [মুম্বইয়ের কোন কোন জায়গা কেঁপে উঠেছিল ১৯৯৩ সালের বিস্ফোরণে]

কিছুদিন আগে এও জানা গিয়েছিল যে, মুম্বই হামলা ঘটার দিন পাকিস্তান সফরে ছিলেন ভারতের স্বরাষ্ট্র দফতরের শীর্ষ আমলারা। এই আমলাদের হাতেই ছিল জঙ্গি হামলা রোখার চাবিকাঠি। এদের নানা অছিসায় পাকিস্তানে আটকে রেখে সেই সুযোগে মুম্বই হামলাকে পরিণতি দিতে থাকে জঙ্গিরা।

English summary
Key 26/11 Mumbai terror attacks suspect arrested in Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X