For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জামাইকার এই মহিলাই এখন বিশ্বের সবচেয়ে বয়স্কতম

দিন কয়েক আগে ইতালির এমা মোরেনো প্রয়াত হয়েছেন। তিন শতাব্দী দেখে ফেলা এমাই ছিলেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ। তিনি প্রয়াত হওয়ার পরে এবার সেই তকমা জুটল জামাইকার ভায়োলেট ব্রাউনের কপালে।

  • |
Google Oneindia Bengali News

বার্বাডোজ, ১৮ এপ্রিল : দিন কয়েক আগে ইতালির এমা মোরেনো প্রয়াত হয়েছেন। তিনি ১৮৯৯ সালের নভেম্বর মাসে জন্মেছিলেন। তিন শতাব্দী দেখে ফেলা এমাই ছিলেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ। তিনি প্রয়াত হওয়ার পরে এবার সেই তকমা জুটল জামাইকার ভায়োলেট ব্রাউনের কপালে।

ব্রাউনের বয়স এই মুহূর্তে ১১৭ বছর। তিনি ১৯০০ সালের ১০ মার্চ জন্মেছেন। এমার প্রয়াণের পর তিনিই যে পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ তা টুইট করে জানিয়েছেন জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস।

জামাইকার এই মহিলাই এখন বিশ্বের সবচেয়ে বয়স্কতম

জানা গিয়েছে, দ্বিতীয় ও তৃতীয় স্থানে জীবিত সবচেয়ে বয়স্কদের মধ্যে রয়েছেন জাপানের নবি তাজিমা ও চিও মিয়াকো। তাজিমা ১৯০০ সালের ৪ অগাস্ট জন্মেছেন। এবং মিয়াকো ১৯০১ সালের ২ মে জন্মেছেন।

এরপরে রয়েছেন স্পেনের অ্যানা বেলা। তাঁর বয়স ১১৫ বছর। তিনি ১৯০১ সালের ২৯ অক্টোবর জন্মেছেন। এবং তিনিই এই মুহূর্তে বিশ্বের চতুর্থ সবচেয়ে বয়স্কা ও ইউরোপের সবচেয়ে বয়স্কা মানুষ।

পশ্চিম জামাইকার বাসিন্দা ভায়োলেট ব্রাউন জীবনের বেশিরভাগ সময়ই আখ ক্ষেতে কাটিয়েছেন। নিয়মিত হারে তিনি চার্চে যেতেন। পর্ক ও চিকেন তিনি এড়িয়ে চলেন। গত মার্চে ব্রাউন ১১৭তম জন্মদিন কাটিয়েছেন। এবং তিনি যথেষ্ট সুস্থ রয়েছেন।

English summary
Jamaican woman Violet Brown, 117, is oldest person on Earth now
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X