For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইরাকে বাচ্চা ও প্রতিবন্ধীদের দিয়ে জোর করে আত্মঘাতী হামলা চালাচ্ছে আইএসআইএস

বিস্ফোরক বোঝাই ট্রাকে বাচ্চা ও প্রতিবন্ধীদের বসিয়ে, সেই ট্রাক দিয়ে ইরাকি প্রতিরক্ষাবাহিনীর ওপর আত্মঘাতী হামলা চালানোর কাজ শুরু করেছে আইএসআইএস জঙ্গিরা। মার্কিন সেনা সূত্রে এই খবর জানানো হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ওয়াশিংটন, ২৪ ফেব্রুয়ারি : ইরাকের মসুলে আইএসআইএস জঙ্গিদের কার্যকলাপের আরও একটি ভয়ঙ্কর দিক উঠে এল। বিস্ফোরক বোঝাই ট্রাকে বাচ্চা ও প্রতিবন্ধীদের বসিয়ে, সেই ট্রাক দিয়ে ইরাকি প্রতিরক্ষাবাহিনীর ওপর আত্মঘাতী হামলা চালানোর কাজ শুরু করেছে আইএস জঙ্গিরা। মার্কিন সেনা সূত্রে এই খবর জানানো হয়েছে।[প্রযুক্তিকে হাতিয়ার করে ভারতে বড়সড় নাশকতার ছক আইএসআইএস-এর]

উল্লেখ্য ইরাকে মার্কিন সেনাবাহিনীর নেতৃত্বে , আইএসআইএস জঙ্গিদের বিরুদ্ধে চলা লড়াইয়ে সামিল ইরাকি প্রতিরক্ষা বাহিনী। খবর, আইএসাইএসের তরফে বিস্ফোরক ভর্তি ট্রাক বা 'ভিবিডস' -এর ব্যবহার শুরু হয়ে গিয়েছে। এই ট্রাকগুলিতে বিস্ফোরক বয়ে নিয়ে গিয়ে কোথাও ধাক্কা মেরে বা কোথাও রেখে দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের আগে ট্রাক থেকে ঝাঁপ মেরে পালায় চালক। কিন্তু বাচ্চা বা প্রতিবন্ধীদের এই কাজে ব্যবহার করায় তারা আর ট্রাক থেকে বেরোতে পারেনা। ফলে বিস্ফোরণে মারা যায় তারা।[কাশ্মীরে গ্রামের কিশোরদের নিয়ে জঙ্গি শিবির তৈরির ছক লস্করের]

ইরাকে বাচ্চা ও প্রতিবন্ধীদের দিয়ে জোর করে আত্মঘাতী হামলা চালাচ্ছে আইএসআইএস

এইভাবেই ইরাকের বিভিন্ন জায়গায় এই 'ভিবিডস' ট্রাকের সাহায্যে নাশকতা চালাচ্ছে আইএসআইএস। এই ট্রাক চালানোর জন্য জোর করে চালকের আসনে বসিয়ে দেওয়া হচ্ছে বাচ্চাদের কিম্বা প্রতিবন্ধীদের। এভাবেই আইএস জঙ্গিরা বাচ্চা ও প্রতিবন্ধীদের দিয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।[জঙ্গিদের ধন্যবাদ জানালেন সোনম কাপুর?]

মার্কিন নৌবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ম্যাট ইজলার জানিয়েছেন ,আত্মঘাতী আক্রমণের জন্য আইএসআইএস জঙ্গিদের কাছে সদস্য কমতি থাকায় এই নির্মম পন্থা তারা অবলম্বন করছে। বিশেষত গাড়িবোমা বিস্ফোরণের ক্ষেত্রে এই সমস্ত উপায় ব্যবহার করছে আইএসাইএস।[জঙ্গিরা কত মাস মাইনে পায়? মৃত জঙ্গির পরিবার কত ক্ষতিপূরণ পায়? চাঞ্চল্যকর রিপোর্ট গোয়েন্দাদের]

ইরাকি বাহিনীর হামলার মুখে পড়ে, ধাপে ধাপে পিছু হটছে আইএসআইএস বলে দাবি মার্কিন সূত্রের। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর, আইএসআইএস ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এবার হাতিয়ার করছে গ্রেনেড সমেত ড্রোন। যা দিয়ে তারা আকাশপথে হামলা চালাচ্ছে । যদিও তাদের সেই ছকও বানচাল করছে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী।

English summary
ISIS jihadists are forcing children and disabled people into explosives-laden trucks and making them drive at Iraqi security forces in Mosul, a general from the US-led coalition has said.The barbaric tactic, coupled with other increasingly desperate battlefield measures, is a sign the IS group knows defeat is inevitable, officials say.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X