For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইরাক: পালিয়েছে বাগদাদি, মসুলে আইএসের হার এখন সময়ের অপেক্ষা

মার্কিন সেনা ও ইরাকি সেনার প্রবল আক্রমণে সমানে পড়ে ইরাকের মসুল থেকে পিছু হটছে আইএসআইএস। ইতিমধ্যেই জঙ্গি সংগঠন আইএসের প্রধান আবু বকর অল বাগদাদি নিজের ডেরা ছেড়ে পালিয়েছে বলে দাবি মার্কিন সেনার।

  • |
Google Oneindia Bengali News

বাগদাদ, ৯ মার্চ : মার্কিন সেনা ও ইরাকি সেনার প্রবল আক্রমণে সমানে পড়ে ইরাকের মসুল থেকে পিছু হটছে আইএসআইএস। ইতিমধ্যেই জঙ্গি সংগঠন আইএসের প্রধান আবু বকর অল বাগদাদি নিজের ডেরা ছেড়ে পালিয়েছে বলে দাবি মার্কিন সেনার।[ইরাকে পরাজয় স্বীকার আইএস জঙ্গিদের !]

যুদ্ধশিবিরে আইএস সেনাদের রেখে বাগদাদি নিজের প্রাণ বাঁচানোর চেষ্টায় কোনও এক মরুভূমিতে আশ্রয় নিয়ে রয়েছে বলে দাবি মার্কিন সেনা সূত্রের। মার্কিন গোয়েন্দাদের দাবি মাসুল ছেড়ে অনেকদিন আগেই পালিয়েছে বাগদাদি।[এই প্রথম আইএসআইএস জঙ্গিরা হামলা চালাল ভারতে!]

ইরাক: পালিয়েছে বাগদাদি, মসুলে আইএসের হার এখন সময়ের অপেক্ষা

যেখানে বাগদাদি লুকিয়ে রয়েছে সেই জায়গাটিকে প্রযুক্তিহগতভাবে এখনও চিহ্নিত করতে পারছেনা মার্কিন সেনা। গা ঢাকা দিতে কোনওরকমের সংযোগ প্রযুক্তিও ব্যবহার করছেনা বাগদাদি। মার্কিন গোয়েন্দাদের মতে ইরাকের কোনও এক জনবহুল এলাকার মরভূমিতে রয়েছে বাগদাদি। যেখানে স্থানীয়দের সহানুভূতিকে ব্যবহার করে সেখানে আশ্রয় জোগাড় করেছে সে।

এর আগে ইরাক ও মার্কিন সেনা যৌথভাবে ঘোষণা করে মসুলের ডেরা থেকে আইএসকে সরানো এই মুহুর্তের সবচেয়ে বড় যুদ্ধ। এখন সেই যুদ্ধ শেষ পর্যায়ে। ইতমধ্যেই মার্কিন ইরাকি যৌথ বাহিনীর হানায় মারা গিয়েছে ৬০০০ জঙ্গি। ফলে ক্রমশ দুর্বল হতে চলা আইএস সংগঠনের হার এখন সময়ের অপেক্ষা বলে দাবি মার্কিন সেনার।

English summary
Abu Bakr al-Baghdadi, the chief of global extremist cult Islamic State (ISIS), has left his commanders behind along with followers to fight and win the battle of Mosul. He has now taken shelter in some desert and trying hard for survival, believe officials of US and Iraq.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X