For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিরাপত্তার কারণে ৫ বছরের ইরানি শিশু আটক মার্কিন বিমানবন্দরে

নিরাপত্তার কারণে ৫ বছরের ইরানি শিশু আটক মার্কিন বিমানবন্দরে

  • |
Google Oneindia Bengali News

ওয়াশিংটন, ২ ফেব্রুয়ারি: মার্কিন যুক্তরাষ্ট্রে নিরাপত্তার কড়াকড়ি নিয়ে আলোচনা সবদিকেই। সিরিয়া সহ ৭ টি মুসলিম দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা নিয়ে একর পর এক খবরে যখন জেরবার ট্রাম্প প্রশাসন, তখনই উঠে এলো আরেকটি খবর।

জানা গিয়েছে, ইরানি বংশোদ্ভুত এক ৫ বছরের শিশুকে মার্কিন বিমাবন্দরে আটক করে ঘণ্টার পর ঘণ্টা চলে জিজ্ঞাসাবাদ। নিরাপত্তার কড়াকড়ির কারণেই এই জিজ্ঞাসাবাদ চালানো হয় বলে সূত্রের খবর। যদিও ঘটনায় ইতিমধ্যেই উঠেছে সমালোচনার ঝড়।

নিরাপত্তার কারণে ৫ বছরের ইরানি শিশু আটক মার্কিন বিমানবন্দরে

ভিডিও ফুটেজে দেখা গেছে ওই ইরানি শিশুটির সঙ্গে তার মায়ের দেখা হয় কথা ছিল ওই মার্কিন বিমানবন্দরে। শিশুটির জন্য অনেকক্ষণ ধরেই বিমাবন্দরে অধির আগ্রহে অপেক্ষা করছিলেন তার মা। কারণ মার্কিন বাসিন্দা ওই ইরানি শিশুকে জেরার পর জেরা করা হয় নিরাপত্তার কারণে।

এদিকে হোয়াইট হাউস সূত্রে ঘটনার প্রেক্ষিতে বলা হয় , মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি আরও বলা হয়, যে নাগরিকের বয়স ৫, সে যে নিরাপত্তার ক্ষেত্রে বড় কোনও সমস্যা হয়ে উঠবে না, তারও কোনও নিশ্চয়তা নেই।

English summary
Iranian Boy, 5, Detained At US Airport For Hours. White House Feared 'Security Risk'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X