For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্দোনেশিয়ায় বিতর্কিত এক মুসলিম নেতার বিরুদ্ধে পর্নোগ্রাফির মামলা

ইন্দোনেশিয়ায় বিতর্কিত একজন মুসলিম নেতা রিজিয়েক শিহাবের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করেছে দেশটির পুলিশ। ওই ধর্মীয় নেতা এখন সৌদি আরবে বসবাস করছেন।

  • By Bbc Bengali

ইন্দোনেশিয়ার উগ্রপন্থী সংগঠন ইসলামিক ডিফেন্ডার্স ফ্রন্ট বা এফপিআই-এর প্রধান রিজিয়েক শিহাব।
Reuters
ইন্দোনেশিয়ার উগ্রপন্থী সংগঠন ইসলামিক ডিফেন্ডার্স ফ্রন্ট বা এফপিআই-এর প্রধান রিজিয়েক শিহাব।

ইন্দোনেশিয়ায় বিতর্কিত একজন মুসলিম নেতা রিজিয়েক শিহাবের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করেছে দেশটির পুলিশ।

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে একজন নারী মানবাধিকার কর্মীর সঙ্গে পর্নো ছবি ও ভিডিও আদান-প্রদান করেছেন এমন অভিযোগ রয়েছে রিজিয়েক শিহাবের বিরুদ্ধে ।

যদিও ওই ধর্মীয় নেতা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন, তিনি এখন সৌদি আরবে বসবাস করছেন।

ইন্দোনেশিয়ার উগ্রপন্থী সংগঠন ইসলামিক ডিফেন্ডার্স ফ্রন্ট বা এফপিআই-এর প্রধান রিজিয়েক শিহাব। এ সংগঠনটিই ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জনপ্রিয় সাবেক গভর্নর বাসুকি জাহাজা আহকের বিরুদ্ধে ব্লাসফেমির অভিযোগ তুলেছিল।

গত মাসেই ব্লাসফেমি আইনে মি: আহকের কারাদণ্ডের রায় হয়।

এদিকে উসকানিমূলক মন্তব্যের মাধ্যমে জনশৃঙ্খলা ব্যাহত এবং সহিংস পরিস্থিতি সৃষ্টির অভিযোগে এর আগে মি: রিজিয়েকের দুইবার কারাদণ্ড হয়েছিল।

তবে এই প্রথম মি: রিজিয়েকের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হলো। শরিয়া ইন্দোনেশিয়ায় কঠোর পর্নোগ্রাফি আইন রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, নারী অ্যাক্টিভিস্ট ফির্জা হুসেইনের সঙ্গে পর্নোগ্রাফি বিষয়ক বার্তা, ছবি ও ভিডিও আদান-প্রদান করেছেন মি: রিজিয়েক। ফির্জা হুসেইনের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।

English summary
Indonesian Muslim preacher named as porn case suspect
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X