For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'স্কচ হুইস্কি' আমদানিতে ভারত বিশ্বের তৃতীয় সেরা দেশ!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

লন্ডন, ১৭ সেপ্টেম্বর : দিশি মদের বাজার তো রয়েইছে, তবে বিলিতিতেও যে ভারতীয়রা কম যান না তার প্রমাণ মিলল। যে হারে ভারতে বিদেশ মদ 'স্কচ হুইস্কি'-র আমদানি বাড়ছে তাতে বেজায় খুশি ব্রিটেনের 'স্কচ হুইস্কি অ্যাসোসিয়েশন'। [দোকানের সামনে ভিড় এড়াতে এবার অনলাইনে মদ বিক্রি হবে ভারতের এই রাজ্যে!]

জানা গিয়েছে, ২০১৩ সালের পর থেকে স্কচ হুইস্কির রপ্তানিতে ব্যাপক বদল এসেছে। আগের চেয়ে রপ্তানি বেড়েছে মোটের উপরে প্রায় ২৮ গুণ। যার জন্য ব্রিটেনের এই অ্যাসোসিয়েশন কৃতিত্ব দিচ্ছে ভারতীয়দেরই। [আমাজনে 'ফুটন্ত নদী'-র সন্ধান পেলেন বিজ্ঞানীরা]

'স্কচ হুইস্কি' আমদানিতে ভারত বিশ্বের তৃতীয় সেরা দেশ!

তথ্য বলছে, জাহাজে চেপে ভারতে এসেছে এযাবৎ ৪ কোটি ১০ লক্ষ স্কচের বোতল। যার ফলে ভারতের বাজারে আমদানি বেড়েছে ৪১ শতাংশের উপরে। এর আগে অবশ্য রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (৫ কোটি ৩১ লক্ষ বোতল) এবং সবার উপরে ফ্রান্স (৯ কোটি ৯ লক্ষ বোতল)। [বিশ্বের ক্ষুদ্রতম 'মুরগীর ডিম' মিলল ইংল্যান্ডের এক খামারবাড়িতে]

তবে ভারতের আমদানি শুল্ক অনেকটাই বেশি। ব্রেক্সিট পরবর্তী সময়ে এই সমস্যা সমাধানে যুক্তরাজ্যের সরকারকে হস্তক্ষেপ করতে আহ্বান জানিয়েছে 'স্কচ হুইস্কি অ্যাসোসিয়েশন'। তাদের আশা শুল্ক নিয়ে সমস্যা কেটে গেলে ভারতের বাজার থেকে আরও মুনাফা পাওয়া যাবে। [প্রতি বছর 'লিঙ্গ' উৎসবে মেতে ওঠেন জাপানিরা!]

সম্প্রতি ব্রিটেনের একটি পানীয় কোম্পানি বিজয় মাল্যর পানীয় কোম্পানির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক কিনে নিয়েছে। ফলে গতবছরে ১ কোটি ২০ লক্ষ বোতল বেশি বিক্রি হয়েছে তাদের। এছাড়া সিঙ্গল মল্ট হুইস্কি বিক্রিতেও ভারতের রমরমা বাজার। ফলে যেভাবেই হোক এদেশের বাজার ধরতে মরিয়া ব্রিটেনের কোম্পানিগুলি।

English summary
India’s growing thirst for Scotch whisky peps up exports
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X