For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইসরোর 'রেকর্ডে'-এর প্রশংসায় বিদেশি সংবাদমাধ্যম, কটাক্ষ চিনের

ঘটনায় ভারতকে সাধুবাদ জানানোর পাশাপাশি চিন জানিয়েছে, মহাকাশবিজ্ঞানে এখনও ভারত পিছিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের থেকে।

  • |
Google Oneindia Bengali News
নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি : ১০৪টি কৃত্রিম উপগ্রহ নিয়ে পিএসএবভিসি-৩৭ এর প্রথমবার মহাকাশ পাড়ি দেওয়ার বিরল রেকর্ডে প্রশংসিত ইসরো। মহাকাশ বিজ্ঞানে এরকম অনন্য নজির গড়ার ঘটনায় গোটা বিশ্বের কাছে ভারতের 'ইসরো' এখন চূড়ান্ত গুরুত্বের জায়গায়।[(ছবি) ইসরোর উপগ্রহ উৎক্ষেপণ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ১০টি তথ্য]

১০৩ টি ন্যানো স্যাটেলাইট ও আবহাওয়া বিষয়ক কার্তোস্যাট-২ সিরিজের একটি উপগ্রহ নিয়ে গতকাল সফল উৎক্ষেপণ হয় ভারতের পিএসএবভিসি-৩৭ এর। বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম একযোগে ইসরোর এই সাফল্যকে কুর্নিশ জানিয়েছে।[ইসরোর এই ১০টি সাফল্য গর্বিত করেছে গোটা ভারতকে]

ইসরো 'রেকর্ডে'-এর প্রশংসায় বিদেশি সংবাদমাধ্যম, কটাক্ষ চিনের

'ওয়াশিংটন পোস্টে' জানানো হয়েছে, ইন্ডিয়াব স্পেস রিসার্চ সেন্টারের জন্য আরেকটি সাফল্য। যে প্রতিষ্ঠান কম খরচে মাহাকাশ অভিযানের জন্য ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। 'নিউ ইয়র্ক টাইমস' লিখেছে, " ১০৪ টি স্য়াটেলাইটকে একযোগে এক মিনিটে মহাকাশে পাঠানোর রেকর্ডে নিজের পুরনো রেকর্ড ভেঙে দিল ইসরো। যে প্রতিষ্ঠান বিশ্বে মহাকাশবিজ্ঞানে একটি গুরুত্বের জায়গায় রয়েছে। "['ইসরো'র ঐতিহাসিক রেকর্ডকে কুর্নিশ : সোস্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা বিশিষ্টজনেদের]

এদিকে 'লন্ডন টাইমস' জানিয়েছে, বিশ্বের মহাকাশ গবেষণারত প্রথম সারির দেশ গুলির পর্যায়ে নিজেদের তুলে ধরার আশা দেখাচ্ছে ইসরো। ব্রিটেনের 'গার্ডিয়ান' সংবাদপত্রের খবর, ভারতের এই রেকর্ড মহাকাশবিজ্ঞানে গুরুত্বের জায়গায় পৌঁছে দেবে সেদেশকে। 'বিবিসি'র তরফে বলা হয়েছে, ইসরোর এই সফল উৎক্ষেপণ প্রমাণ করে দিল বহুমূল্য ডলারের মহাকাশ বিজ্ঞানের আঙিনায় ভারত এখন বড় জায়গা নিতে চলেছে।

তবে 'ইসরো'র এই সাফল্যকে সোজাভাবে প্রশংসা করতে পারেনি চিন। তারা এই ঘটনায় ভারতকে সাধুবাদ জানানোর পাশাপাশি চিন জানিয়েছে, মহাকাশবিজ্ঞানে এখনও ভারত পিছিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের থেকে।

English summary
India has emerged as a “key player” in a growing global commercial market for space-based surveillance and communication, world media commented on Thursday after the country scripted history by successfully launching 104 satellites using a single rocket.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X