For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ভিডিও) সুপার কম্পিউটারের কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে এবার তৈরি হল সিনেমার ট্রেলার, দেখে নিন একঝলকে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে সারা বিশ্বজুড়ে নানা গবেষণা চলছে। আগামী দিনে কৃত্তিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পৃথিবীকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন গবেষক বিজ্ঞানীরা। এই পথে যে তারা অনেকটা এগিয়েছেন তার প্রমাণ ফের মিলল একেবারে হাতেনাতে। [বোল্টের থেকেও দ্রুততম এই 'রুবিক কিউব' বিশেষজ্ঞ! কীভাবে? জেনে নিন]

এর আগে সুপার কম্পিউটারের সাহায্যে ছবির খুঁটিনাটি বিশ্লেষণ করা, নানা ধরনের ভবিষ্যদ্বাণী করা এমনকী মানসিক অবস্থার বর্ণনা ইত্যাদি করা হয়েছে। তবে এবার আইবিএমের তৈরি সুপার কম্পিউটার 'আইবিএম ওয়াটসন' এমন কাজ করে দেখিয়েছে যা বিস্ময়ের অবকাশ জাগায়। [গীর্জায় চোখ খুললেন 'যীশু খ্রিস্ট', কিংকর্তব্যবিমূঢ় ভূত বিশারদরা!]

(ভিডিও)কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে এবার তৈরি হল সিনেমার ট্রেলার

এবার সুপার কম্পিউটার শিখে গিয়েছে কীভাবে সিনেমার ট্রেলার তৈরি করতে হয় সেই পদ্ধতিও। এই সপ্তাহেই ফক্স প্রোডাকশনের আগামী একটি সায়েন্স-ফিকশন সিনেমা 'মর্গ্যান' ট্রেলার সম্পাদনা করেছে সুপার কম্পিউটার। এবং এই প্রথম এমন কাজ করা হল বলে জানা গিয়েছে। [চিনের ওয়াইল্ডলাইফ পার্কে মহিলাকে টেনে নিয়ে গেল বাঘ]

জানা গিয়েছে, এই কাজটি করানোর আগে সুপার কম্পিউটারকে ১০০টি ভূতের সিনেমার ভিডিও মেমোরিতে তা বসানো হয়েছে। এরপরই ছবি, শব্দ ও অন্য সবকিছুর সাহায্যে ট্রেলার তৈরি করতে পেরেছে এটি। পরে ট্রেলারের ছাঁচ তৈরির পরে সেটিকে বিশেষজ্ঞ সম্পাদকেরা ফের কিছুটা কাটাছেঁড়া করে সম্পূর্ণ রূপ দিয়েছেন। [উত্তরাখণ্ডে জলের তোড়ে খাদে পড়ল যাত্রীবোঝাই গাড়ি]

এই কাজটি করতে গিয়ে ১০টি দৃশ্য বাদ দিয়েছে সুপার কম্পিউটার। এবং সবচেয়ে বড় কথা, গোটা কাজটি মাত্র ২৪ ঘণ্টাতেই সেরে ফেলা গিয়েছে। সাধারণভাবে একটি সিনেমার ট্রেলার তৈরি করতে ১০ থেকে ৩০ দিন পর্যন্ত লাগতে পারে। কিন্তু এই ব্যবস্থা আগামিদিনে সিনেমার তৈরির সময়কে আরও কমিয়ে দিতে পারে বলেই মনে করা হচ্ছে। একঝলকে দেখে নিন সেই ট্রেলারের ঝলক।

English summary
IBM Watson creates the first Artificial Intelligence-made movie trailer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X