For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকায় বিমানে মুসলমান যাত্রী, মাইকে ঘোষণা "আপনার উপরে নজর রাখা হচ্ছে"!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নিউইয়র্ক, ২২ জুলাই : বৈষম্যের ক্ষেত্রে প্রথম বিশ্বের দেশ বা তৃতীয় বিশ্বের দেশ বলে যে কিছু হয় না তার ফের একবার প্রমাণ মিলল মার্কিন যুক্তরাষ্ট্রে। এক মুসলমান ব্যক্তি বিমানে সফর করার সময়ে তাঁকে বলা হল, "আপনার উপরে নজর রাখা হচ্ছে।" [বিমানে মদ নেওয়া যাবে না শুনেই গোটা বোতল সেখানেই সাবাড় মহিলার]

গতবছরের ডিসেম্বরে এই ঘটনা ঘটেছে। মহম্মদ আহমেদ রাদওয়ান (৪০) নামে এক ব্যক্তি শার্লট থেকে ডেট্রয়েট যাচ্ছিলেন। পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার রাদওয়ান গত ১৩ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তবে মুসলমান হওয়ায় বিমান উঠে ধর্মীয় বৈষম্যের মুখে তাঁকে পড়তে হয়েছে বলে অভিযোগ। [মাঝ আকাশে চালক মৃত, বিমান মাটিতে নামালেন এক মহিলা যাত্রী]

আমেরিকায় বিমানে মুসলিম যাত্রী, মাইকে ঘোষণা

ঘটনাটি সামনে আসার পরে 'কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস' এর তরফে বিষয়টি 'ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন'-এ জানানো হয়েছে। মার্কিন আইনানুযায়ী, কোনও যাত্রীর সঙ্গে ধর্ম, জাত, পূর্বপুরুষের পরিচয় ও কোন দেশের নাগরিক সেই ভিত্তিতে বৈষম্যমূলক আচরণ করা যায় না। [শব্দের চেয়ে দ্রুতগামী জেট প্লেন]

ঘটনার দিন ঠিক কী হয়েছিল? মহম্মদ আহমেদ রাদওয়ান জানাচ্ছেন, আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ১৮২১-এ তিনি উঠেছিলেন। নিজের সিট ২৫-এ-তে গিয়ে বসেছিলেন। হঠাৎ ফ্লাইট অ্যাটেন্ড্যান্ট মহিলা মাইকে ঘোষণা করতে শুরু করল, "মহম্মদ আহমেদ, সিট নম্বর ২৫-এ, আপনার উপরে নজর রাখা হচ্ছে।" ['হাইজ্যাক'-এর মাঝেই বিমান ছিনতাইকারীর সঙ্গে ব্রিটিশ যাত্রীর সেলফি]

রিদওয়ানের অভিযোগ, আর কারও নাম না বলে পরপর তিনবার মহিলা ফ্লাইট অ্যাটেন্ড্যান্ট শুধু তাঁর নাম ধরে চিৎকার করে বৈষম্যমূলক কথা বলেন। এরপর তাঁকে ফ্লাইট থেকে নামিয়েও দেওয়া হয়। পরে নিজের গাঁটের কড়ি খরচ করে অতিরিক্ত ১৫০০ ডলার খরচ করে অনেকক্ষণ পরে অন্য ফ্লাইটে নিজের গন্তব্যে পৌঁছন রিদওয়ান।

ঘটনায় অপমানিত রিদওয়ান জানিয়েছেন, গত ১৩ বছর ধরে আমি মার্কিন নাগরিক। কিন্তু হঠাৎ করে আমার সেই পরিচয়টাই ছিনিয়ে নিয়ে আমার সঙ্গে জঙ্গিদের মতো ব্যবহার করা হল। আমি এই ঘটনার পরে আতঙ্কে রয়েছি।

English summary
'I will be watching you', American airlines attendant told muslim man
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X