For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাঁচতে হলে ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে : স্টিফেন হকিং

মানবসভ্যতাকে বাঁচাতে হলে পৃথিবী ছেড়ে ভিনগ্রহে পাড়ি দিয়ে সেখানে বসবাসযোগ্য অবস্থা তৈরি করতে হবে। একমাত্র তাহলেই মানবসভ্যতা দীর্ঘায়ু হবে। এবং তা করতে হবে আগামী ১০০ বছরের মধ্যেই।

  • |
Google Oneindia Bengali News

লন্ডন, ৪ মে : মানবসভ্যতাকে বাঁচাতে হলে পৃথিবী ছেড়ে ভিনগ্রহে পাড়ি দিয়ে সেখানে বসবাসযোগ্য অবস্থা তৈরি করতে হবে। একমাত্র তাহলেই মানবসভ্যতা দীর্ঘায়ু হবে। এবং তা করতে হবে আগামী ১০০ বছরের মধ্যেই। এমনটাই দাবি করেছেন পৃথিবীখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং।

স্টিফেন হকিংয়ের মতে, পৃথিবী ছেড়ে অন্য গ্রহে মানুষ পাড়ি না জমাতে পারলে আবহাওয়ার পরিবর্তন, গ্রহাণুর হামলা, জনবিস্ফোরণের মতো ঘটনা পৃথিবীর সর্বনাশ ডেকে আনবে।

বাঁচতে হলে ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে : স্টিফেন হকিং

বিবিসির নতুন তথ্যচিত্রে এই বিষয়ে বিশদে মতামত জানিয়েছেন স্টিফেন হকিং ও তাঁর ছাত্র ক্রিস্টোফে গালফার্ড। এই তথ্যচিত্র সিরিজে পৃথিবীর বাইরে কীভাবে বহির্বিশ্বে মানুষ ঘাঁটি গাড়তে পারে তা নিয়ে বলা হয়েছে। তথ্যচিত্রে বারবার বলা হয়েছে, পৃথিবীর হাতে সময় ফুরিয়ে আসছে। মানবসভ্যতাকে বাঁচাতে হলে অন্য গ্রহে বসবাসের বন্দোবস্ত করতেই হবে।

এর আগে প্রফেসর হকিং মানুষের আক্রমণাত্মক প্রবৃত্তি নিয়ে সচেতন করেছেন। প্রযুক্তির দ্রুতলয়ে অগ্রগতি ও তার সঙ্গে মানুষের আচরণগত পরিবর্তনের পাশাপাশি পারমাণবিক যুদ্ধ পৃথিবীর ধ্বংসে অনুঘটকের কাজ করতে পারে। তবে প্রশাসন চাইলে ধ্বংসের হাত থেকে মানবজাতিকে বাঁচাতে পারে।

English summary
Humans must leave Earth in 100 years to survive: Stephen Hawking
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X